কারা কর্মকর্তাদের দুর্নীতির সংবাদ প্রকাশের পর সিলেট সিলেট মেট্রোপলিটন কারাগারে এক কারারক্ষীর মোবাইল ফোন জব্দের অভিযোগ উঠেছে।
গত ৬ জুলাই ২০২৫ তারিখে জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজ-এ চার কারা কর্মকর্তার দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে ২০ জুলাই এবং ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আরও কয়েকজন কারা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়।
এসব সংবাদের পরিপ্রেক্ষিতে কারাগারের পি.আই.ইউ (PIU)-এর ওসি ও ডেপুটি জেলার জাকির হাসান রিয়ালের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তিনি কারারক্ষী নং–১৩১৫৯ হামিদুর রহমানের কাছ থেকে জোরপূর্বক দুটি মোবাইল ফোন জব্দ করেন।
অভিযোগকারীদের দাবি, সংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা করেছিলেন যে হামিদুর রহমানই গণমাধ্যমে দুর্নীতির তথ্য সরবরাহ করেছেন।
এ বিষয়ে ডেপুটি জেলার জাকির হাসান রিয়াল বলেন, “হামিদুর একজন দুর্নীতিবাজ এবং কারাগারের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করে। সে কারণেই তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে।”
তবে এ ঘটনায় কারা অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তার কুরুচিপূর্ণ আচরণের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে জেলার আরিফুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
ভুক্তভোগীরা নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


















