শনিবার , ২০ আগস্ট ২০২২ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

ক্ষমা চাইলেন ইডেন ছাত্রলীগ সভাপতি তামান্না

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২০, ২০২২ ৬:১৮ অপরাহ্ণ

সাধারণ শিক্ষার্থীদের রুমে গিয়ে গালমন্দ করার অডিও ফাঁসের পর সংগঠনের প্রতি ক্ষমা চেয়েছেন রাজধানীর ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা।

এক ফেসবুক পোস্টে তিনি এ ক্ষমা চান। বলেন, দায়িত্বশীল জায়গা থেকে অসংযত ভাষার প্রয়োগ করায় তার অপরাধ হয়েছে।

সম্প্রতি ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভার একটি অডিও রেকর্ড ভাইরাল হয়েছে। অডিওতে সাধারণ শিক্ষার্থীদের রুমে গিয়ে গালমন্দ করতে শোনা যায় তাকে। রুম দখল নিয়ে গলায় পা দিয়ে ধরাসহ নানা হুমকির একটি কল রেকর্ড ফাঁস হয়ে যায়, যা গণমাধ্যমেও প্রকাশও হয়।

সেই কল রেকর্ড ফাঁসের পরই তামান্না জেসমিন রিভা শুক্রবার দিবাগত রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে ক্ষমা চেয়েছেন। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘ইডেন কলেজ ছাত্রলীগের প্রতিটি কর্মীর সঙ্গে আমার আত্মার সম্পর্ক। এরা আমার পরিবারের সদস্য ছাড়া অন্য কিছু নয়। একান্ত ব্যক্তিগত পরিবেশে হলেও দায়িত্বশীল জায়গা থেকে অসংযত ভাষার প্রয়োগ আমার অপরাধ হয়েছে বলে আমি স্বীকার করছি। বাংলাদেশ ছাত্রলীগ আমাকে এমন শিক্ষা দেয় না তাই সংগঠনের প্রতি আমি ক্ষমাপ্রার্থী।’

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অডিও রেকর্ডে শোনা যায়, ‘তোরা লিগ্যাল তাতে আমার… গেছে, কোন হেডম দেখাইতে আসিস তোরা আমার পলিটিকাল রুমে। তোরা লিগ্যাল থাকবি কি, কি থাকবি? সেটা তোদের বিষয় কে কে টাকা জমা দিছিস? আমারে দিছিস? আর কে লিগ্যাল?’

এ সময় সুমনা মীর নামে এক মেয়েকে গালমন্দ করতে শোনা যায় ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতিকে। তিনি বলেন, ‘বুঝিস না পলিটিকাল রুমে থাকিস৷ তোদের লিগ্যাল করাইছে তাতে আমার …. কি ? আমি যদি একটা সিট না দিই, ২০২ থেকে তোদের কোন বাপ সিট দেবে? ম্যাডামরা দেবে, ক্ষমতা আছে ম্যাডামদের! ম্যাডামদের ক্ষমতা আছে আমাদের রুম থেকে একটা মেয়েকে বের করার? ইডেন কলেজের প্রিন্সিপালেরও ক্ষমতা নেই এই রুম থেকে একটা মেয়েকে বের করার৷একদম গলায় পাড়া দিয়ে ধরতে ইচ্ছা করতেছে৷আগামী এক ঘণ্টার মধ্যে যেই রুমে বলব সেই রুমে যাবি৷ আমার সাথে হেডম দেখাইতে আসে।’

ইডেন কলেজ প্রশাসনকে চ্যালেঞ্জ করে বলতে শোনা যায়, ‘একটা সিঙ্গেল মেয়ে যদি ওই রুমে এসে কন্ট্রোল করতে চাস, সে হোক নেত্রী, ইডেন কলেজের প্রিন্সিপাল ম্যামও কোনো মেয়ে দিতে পারবে না৷ এইটুকু সেন্স থাকা উচিত ছিল রুমটা যেহেতু ইডেন কলেজের প্রেসিডেন্ট নিয়ে নিছে, ইডেন কলেজের প্রেসিডেন্টের উপরে আর কেউ নেই।’

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

কারাগারে ছেলের সঙ্গে দেখা করতে এসে গাঁজাসহ বাবা আটক

ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের অনৈতিক কাজে বাধ্য করানোর অভিযোগের সত্যতা পায়নি কলেজের তদন্ত কমিটি

সেন্টমার্টিন নিয়ে বিএনপির বক্তব্য দায়িত্বজ্ঞান হীন: কাদের

বেহেস্তে আছি’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

হাই কোর্টের আদেশ বহাল, ‘কারাগারেই ফিরতে হবে’ সম্রাটকে

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’কে ১০ কোটি টাকার প্রধানমন্ত্রীর অনুদান।

প্রধানমন্ত্রীর দেয়া ব্যাংকের শীর্ষপদে গোলাম আযমের মেয়ের জামাই এবং বিএনপি নেতা!

বাণিজ্যমন্ত্রীর প্রশ্ন কার কাছে ও কেন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার মনোহরগঞ্জের দুই ভাই সহ তিন বাংলাদেশি নিহত

আজ পহেলা বৈশাখ, বাংলা  নববর্ষ বঙ্গাব্দ ১৪২৮।

আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ বঙ্গাব্দ ১৪২৮।