বুধবার , ৩ মার্চ ২০২১ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

খাগড়াছড়িতে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ:

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৩, ২০২১ ১০:৫৭ পূর্বাহ্ণ

দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি।।

খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে দশম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন করেছে স্কুল শিক্ষার্থীরা।

মঙ্গলবার (০২ মার্চ ২০২১খ্রিঃ) সকালে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এবং সাধারণ শিক্ষার্থীর ব্যানারে সদর উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চেঙ্গী স্কোয়ার ঘুরে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।

শিক্ষকের ধর্ষণ চেষ্টার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্কুল শিক্ষার্থীরা।


এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের খাগড়াছড়ি প্রতিনিধি কৃপায়ন ত্রিপুরা, ভিকটিম ছাত্রীর ভাই স্বপন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের প্রতিনিধি জেসি চাকমা, স্কুল ছাত্রী শান্ত চাকমা ও জয়া বড়ুয়া প্রমুখ।

বক্তারা শিক্ষকের ধর্ষণ চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ’একজন শিক্ষকের কাজ থেকে এমন আচরণ কোনভাবে কাম্য নয়। একজন শিক্ষকের এমন ঘৃন্যতম কাজে পুরো শিক্ষক জাতিকে কলঙ্কিত করেছে।’ দায়ী শিক্ষক ভিকটিমকে ঘটনা ধামাচাপা দিতে হুমকি দিচ্ছে জানিয়ে অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

গত ২৫ ফেব্রুয়ারী দুপুরে অফিস কক্ষে ডেকে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানা দশম শ্রেনীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এই নিয়ে সমালোচনার ঝড় উঠলে পরে ওই ভিকটিম গত ২৮ ফেব্রুয়ারী অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করেন।

খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই আমরা বিষয়টি মহাপরিচালকে অবহিত করেছি। ইতিমধ্যে আমরা তিন সদস্যের কমিটি করেছি। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ - অন্যান্য