শনিবার , ২০ আগস্ট ২০২২ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

ঝিনাইদহে বড় ভাইয়ের পরকীয়ার জেরে দুই পরিবার অবরুদ্ধ

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২০, ২০২২ ৫:৫৯ অপরাহ্ণ

ঝিনাইদহে বড় ভাইয়ের পরকীয়ার জেরে দুই পরিবার অবরুদ্ধ অবস্থায় জীবন যাপন করছেন। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বাজারগোপালপুর গ্রামে। পরিবারটি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। 

শনিবার সরেজমিনে গিয়ে জানা গেছে, গত ১৪ আগস্ট বিপুল দত্তের সাথে পালিয়ে যায় ৩ সন্তানের জননী কুলসুম খাতুন। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন বিপুল দত্তের পরিবারসহ ছোট ভাই বিকাশ দত্তের পরিবার।

এ সম্পর্কে বিকাশ দত্তের স্ত্রী বেবী দত্ত জানান, রাতে সাবেক চেয়ারম্যানের লোকজন বাড়িতে এসে গেট ভাংচুরসহ ঘরের ওয়ালে হাতুড়ি দিয়ে আঘাত করে। তাদের ভয়ে আমার স্বামী পলাতক রয়েছে। স্থানীয় দোকানে কোনো কিছু কিনতে গেলে দোকানদাররা বাজার সদয় দিচ্ছেন না। সেই সাথে প্রতিবেশীরাও ভয়ে আমাদের বাড়িতে আসছেন না এবং কেউ কোনো কথাও বলছেন না।

গোপালপুর গ্রামের বাসিন্দা আব্দুল ওহাব জানান, হিন্দু-মুসলিম কেউই তাদের বাড়িতে যাচ্ছে না। আসলেই ১ মাসের ছোট একটি বাচ্চা নিয়ে বিকাশের পরিবারটি সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে। এর একটা সমাধান হওয়া দরকার।

এ ব্যাপারে চেয়ারম্যান আলতাফ হোসেন জানান, আমি ঝিনাইদহের বাহিরে রয়েছে। তবে আমি বিষয়টি শুনেছি। সাবেক চেয়ারম্যান জুয়েলের লোকজন এসব কাণ্ড ঘটাচ্ছে। এসব ঘটনার কথা অস্বীকার করে সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল জানান, ৩ মাস আগে আমার স্ত্রীকে ডিভোর্স দিয়েছি। সদর ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত