বুধবার , ২৪ আগস্ট ২০২২ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

নতুন সময়সূচিতে চলছে অফিস, যা বলছেন কর্মকর্তারা

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৪, ২০২২ ৯:৫০ পূর্বাহ্ণ

জ্বালানি সাশ্রয়ে আজ বুধবার (২৪ আগস্ট) থেকে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস টাইম সকাল ৮টা থেকে শুরু হয়েছে। চলবে বিকাল ৩টা পর্যন্ত। ফলে সকাল ৭টা থেকেই অন্য দিনের তুলনায় রাস্তায় গাড়ি ও যাত্রীর চাপ লক্ষ করা গেছে। 

এদিকে, সরকারি অফিসের পাশাপশি ১ঘণ্টা এগিয়ে ব্যাংকিং কার্যক্রমও সকাল ৯টা থেকে শুরু হয়েছে। চলবে ৪টা পর্যন্ত।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‌‘বেসরকারি অফিসের সময় কমানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে, এখনো সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি।’ বুধবার (২৪ আগস্ট) সকালে সচিবালয়ে নিজ অফিসে এসব কথা বলেন তিনি।

সকাল সাড়ে ৭টায় অফিসের উদ্দেশে রওয়ানা দিয়েছেন কামাল হোসেন। তিনি বলেন, ‘আমাদের অফিস সকালে হওয়াতে ভালো হয়েছে। কারণ, ঢাকায় দিন যত বাড়ে রাস্তায় জ্যামও তত বাড়ে। আমি সরকারি একটি অফিসে চাকরি করি। বর্তমানে আমাদের কাজের চাপ বেশি। সকাল সকাল ভালো।’

আইরিন আক্তার। ব্যাংক কর্মকর্তা। তিনি বলেন, ‘আমাদের ব্যাংকসেবা আগে ১০টায় ছিল, এখন ৯টায়। ভালো হয়েছে বলবো। কিন্তু আমাদের স্বামী দেশে নেই। সকালে বাচ্চাকে স্কুলে রেখে অফিসে যেতাম, এখন যে কী হবে! যাইহোক, দেশের সার্থে মানিয়ে নিতে হবে।’

মিরপুর থেকে গুলিস্তানগামী বাসের হেল্পার তারা মিয়া বলেন, ‘প্রতিদিনের তুলনায় আজ সকালেই রাস্তায় যাত্রী ও গাড়ি দুটিরই চাপ বেশি। নতুন সময়ে ভালো হলো না খারাপ, সেটা বুঝি না। যাত্রী যখন আসবে, তখনই কাজ করবো আমরা। মনে হয় এখন একসঙ্গে সব চাপ।’

প্রসঙ্গত, গত সোমবার (২২ আগস্ট) দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে অফিসের নতুন সময়সূচির কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

গণমাধ্যমকে সচিব বলেন, ‘২৪ আগস্ট থেকে দেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময় সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সপ্তাহে ২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং ব‌্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত