শনিবার , ২৭ আগস্ট ২০২২ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

নাস্তা কিনতে গিয়ে প্রাণ গেলো যুবকের

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৭, ২০২২ ১২:৩১ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আব্দুল কাইয়ুম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের ইদবারদি বাস স্ট্যান্ড সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। আব্দুল কাইয়ুম ওই এলাকার মোজাম্মেল মিয়ার ছেলে। নিহত যুবক স্যানেটারি ব্যবসায়ী ছিলেন। 

এ ঘটনায় পুলিশ হিমেল (২৫ ) নামের এক যুবককে আটক করেছে। হিমেল পাশ্ববর্তী বালিয়াপাড়া গ্রামের বাশারের ছেলে।

স্বজনরা জানান, সকাল পৌনে ৭টার দিকে পরোটা কিনতে বাসা থেকে হোটেলের উদ্দেশে বের হন কাইয়ুম। পরে সড়কের পাশে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে খবর দেন স্থানীয়রা। তার শরীরে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। কাইয়ুমের সঙ্গে কারও বিরোধ ছিল না বলে জানিয়েছেন স্বজনরা। তাকে বুকে ও হাতে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হাওলাদার জানান, ওই যুবকের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাতেও আঘাতের চিহ্ন আছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য লাশ একটু পর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, নিহতের হাতে একটি দামি মোবাইল ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোবাইলটি ছিনিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করতে পারে। তবে আটকৃতকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ - অন্যান্য