সোমবার , ১৫ আগস্ট ২০২২ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

রাজনীতিতে সক্রিয় হতে চান সোহেল তাজ

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১৫, ২০২২ ২:৪১ অপরাহ্ণ

আবারও রাজনীতিতে সক্রিয় হতে চান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। সোমবার (১৫ আগস্ট) সকালে যমুনা টেলিভিশনকে তিনি বলেছেন, রাজনীতিতে সক্রিয় না থাকলেও আমি মনে প্রাণে আওয়ামী লীগ। মনে প্রাণে বাংলাদেশের জন্য ভালোবসা, আন্তরিকতা আছে। আমি বরাবরই বলে এসেছি, আমাকে যদি প্রয়োজন হয়, ডাক পড়লে আমি সাড়া দিব।

এক দশক আগে রাজনীতি থেকে বিদায় নেন সোহেল তাজ। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। তবে সেই পদে তিনি বেশি দিন ছিলেন না। ওই বছরই ৩১ মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেন। ২০১২ সালে সংসদ সদস্য পদও ত্যাগ করেন সোহেল তাজ।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সোমবার সকালে বনানী কবরস্থানে এসেছিলেন তিনি; ১৫ আগস্টে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে। এ সময় বলেন, আবার রাজপথে থাকবো। ২০০১ সালে যেমন ছিলাম, বিএনপি-জামায়াত জোট সরকারের সময়। ঠিক সেভাবেই আমাকে পাওয়া যাবে। আমি সেই অবস্থানেই আছি।

সোহেল তাজ ২০০১ সালের জাতীয় নির্বাচনে গাজীপুর কাপাসিয়া থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সর্বশেষ - অন্যান্য