রাত ১২ টার পর ফার্মেসী বন্ধ রাখার বিষয়টি জানেন না স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (২৫ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ‘রাত ১২ টার পর ফার্মেসী বন্ধ রাখার বিষয়টি স্বাস্থ্যমন্ত্রী মহোদয় জানেন কী না তা আজ জানতে চেয়েছিলাম। মাননীয় মন্ত্রী মহোদয় বিষ্ময় প্রকাশ করে বলেছেন, এটি তিনি জানেন না ও এই সিদ্ধান্তের বিপক্ষে স্ট্রংলি দ্বিমত পোষণ করেছেন।’
প্রসঙ্গত, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে আগামী ১ সেপ্টেম্বর থেকে সিটি এলাকায় যেসব ফার্মেসি আছে তা রাত ১২টা পর্যন্ত চলবে এবং হাসপাতাল সংশ্লিষ্ট ওষুধের ফার্মেসি খোলা রাখা যাবে রাত ২টা পর্যন্ত।