সোমবার , ১ মার্চ ২০২১ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

রুমা উপ‌জেলার খাদ্য গুদাম থে‌কে ১৮৫ মেট্রিক টন মজুদ চাল উধাও !

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১, ২০২১ ১:৩৬ অপরাহ্ণ

লোংগা খুমী , বান্দরবান (রুমা) :

বান্দরবানঃ বান্দরবানে রুমা উপজেলায় গুদামের মজুদ রাখা চাল থে‌কে ১৮৫ মেট্রিক টন জনসাধারণের পাওয়া ভি‌জি‌ডির চাল উধাও হ‌য়ে গে‌ছে !ভিজিডি চাউল না পাওয়া অনেক মাস পেরিয়ে ধামাচাপা দিতে না পেরে পরবর্তীতে জানাজানি হলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ গুদামের দায়িত্বরত কর্মকর্তা কে চাপ দিতে থাকে । এক পর্যায়ে হিসাব নিকাশ মেলাতে না পেরে ইউএনও মহোদয়ের কাছে ৪ ইউনিয়ন চেয়ারম্যান সহ গুদামের কর্মকর্তা মুখোমুখি হন ।

অন্যদিকে উধাও হওয়া এ চাল নি‌য়ে রুমা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা দোষ চাপা‌চ্ছেন চার ইউ‌পি চেয়ারম্যানের উপর।

তবে ৪ ইউনিয়ন চেয়ারম্যানদের দাবি, তাদের স্বাক্ষর জাল করে দীর্ঘ মাস গরিবের চাল উঠিয়ে নেওয়া হয়েছে।

এই বিষয়ে চেয়ারম্যান দের সাথে কথা বলে জানা গেছে বিগত বছ‌রের জুলাই মাস হতে চল‌তি বছ‌রের জানুয়ারি মাস পর্যন্ত কোন ধর‌নের ভি‌জিডি চাল পাননি ! ৪ ইউনিয়ন চেয়ারম্যানদের দাবি, চাল না পে‌লেও খাদ্য অ‌ধিদপ্তরে বি‌ল আ‌দেশ (ডিও) পেপারে তা‌দের স্বাক্ষর জা‌লিয়া‌তি ক‌রে তা‌দের না‌মে প্র‌তিমা‌সে চাল উ‌ত্তোলন দে‌খানো হয়ে‌ছে বলে জানিয়েছেন । কিন্তু তারা সাত মাসের কোন চাল উ‌ত্তোলন ক‌রেননি‌ ! নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই ধারণা, খাদ্যের গুদামের কর্মকর্তা সাথে চেয়ারম্যান দের দেনা/পাওনা থাকতে পারে বলে আশঙ্কা করছেন । জাল স্বাক্ষর ও চাল কেলেংকারি বিষয়টি রুমা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা উচনু মারমা জানতে চাইলে ব‌লেন, “যথাযথ নিয়মাবলী প্র‌ক্রিয়ায় মাধ্যমে খাদ্য অ‌ধিদতপ্তরের বি‌ল আ‌দেশ (ডিও) পেপারে নি‌জেদের স্বাক্ষর দি‌য়ে চেয়ারম্যান বৃন্দ চাল উ‌ত্তোলন ক‌রে‌ছেন, এখন ৪ চেয়ারম্যান চাল উ‌ত্তোল‌নের বিষয়‌টি অস্বীকার কর‌ছেন কেন জানি না ।”

তা‌দের স্বাক্ষরগু‌লো এক্সপার্ট দ্বারা পরীক্ষা নিরীক্ষা ক‌রে উপযুক্ত প্রমাণ পেলে তা‌দের বিরু‌দ্ধে উপযুক্ত শা‌স্তির দা‌বি জানিয়েছেন ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মহোদয় ।

সর্বশেষ - অন্যান্য