বুধবার , ২০ নভেম্বর ২০২৪ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

আনিসুল হকের আবারও পাঁচ দিনের রিমান্ড

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ২০, ২০২৪ ১১:৩৪ পূর্বাহ্ণ

রাজধানীর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে রূপনগর থানার শামীম হাওলাদার হত্যা মামলায় ভোলার সাবেক সংসদ সদস্য জ্যাকবের তিন দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ এ আদেশ দেন।

এছাড়া এদিন সালমান এফ রহমান, দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক ও কামাল আহমেদ মজুমদারকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিন সকাল ৯টার দিকে আসামিদের কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হয় ঢাকা চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে।

এসময় ফজলুল করিম হত্যা মামলায় আনিসুল হকের ১০ এবং শামীম হাওলাদার হত্যা মামলায় জ্যাকবের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

রিমান্ডের বিরোধীতা করে আসামিপক্ষের আইনজীবী জানান, তারা রূপনগর বা উত্তরার বাসিন্দা বা সংসদ সদস্য নন। তারা কখনও এই এলাকায় আসেনও নাই। শুধুমাত্র হয়রানি করতে এই মামলার আসামি করা হয়েছে।

তবে রাষ্ট্রপক্ষ রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত আনিসুল হকের পাঁচ ও জ্যাকবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

এছাড়া মোহাম্মদপুর, মিরপুর, পল্টন, উত্তরা পূর্ব এবং পশ্চিম থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সালমান এফ রহমান, আনিসুল হক, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, শাজাহান খান ও দীপু মনিকে। একই সঙ্গে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

মামলার সূত্রে জানা যায়, রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ঢাকা ময়মনসিংহ রোডের পাশে জসিম উদ্দিন মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনে গত পাঁচ আগস্ট অংশ নেন ফজলুল করিম। বিকাল সাড়ে চারটায় আসামিদের ছোঁড়া গুলিতে আহত হন ফজলুলসহ আরও অনেকে। ওইদিন ৯টা ১৯ মিনিটের দিকে বাংলাদেশ কুয়েত-মৈত্রী হাসপাতালে নেওয়া হলে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন আয়নাল (৪৪) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯ জনের নামে গত ২১ আগস্ট উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আনিসুল হক চার নম্বর আসামি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশে সংখ্যালঘু পরিস্থিতি নিবিড়ভাবে নজরে রাখছে ভারত: জয়শঙ্কর

প্রধানমন্ত্রীকে উপহার দেয়া হলো দেশে তৈরি প্রথম কলাবতী শাড়ি

আমাদের এই অর্জনকে সুসংহত এবং টেকসই করতে হবে: প্রধানমন্ত্রী

খাগড়াছড়িতে অসহায় পরিবারের মাঝে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর ইদ সামগ্রী বিতরণ:

পোশাক শ্রমিকদের জন্য নূন্যতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে বান্দরবানে মানবন্ধন

ইরান-ইসরাইল পরিস্থিতি কোন পথে?

হাজারের বেশি সেনা কর্মকর্তা হত্যার দায়ও জিয়ার: তথ্যমন্ত্রী

গণহত্যার বিচার ও নিরাপদ প্রত্যাবাসন চান রোহিঙ্গারা

মিয়ানমার সীমান্ত দিয়ে কাউকে ঢুকতে দেবো না : পররাষ্ট্রমন্ত্রী