সাদা আমার সবচেয়ে প্রিয় রঙ।সাদার শুভ্রতা আমাকে মুগ্ধ করে,ভয় দেখায়, ধাঁধার মধ্যে ফেলে দেয় কিন্তু সাদা রঙ পছন্দের অন্য কারণ হলো সাদার কাছে আমি ঋনী।
ছবি আঁকতে গিয়ে আলো ফুটাতেও সাদা দরকার, আঁধার ফুটাতেও।সমুদ্রের ফেনায়িত ঢেউ, ছাই
রঙের আপাতঃ দৃষ্ট রাগী কিন্তু দুঃখ আঁকতেও সাদার দুয়ারে দাঁড়াতে হয়।লালে যেমন সাদা মিলিয়ে অপার্থিব সব গোলাপি আভায় ডুবে থাকা যায় তেমন নীল হলুদের মেলায় সাদার ঘনত্ব কমিয়ে বাড়িয়ে এ বেলা ও বেলা করে গোধুলী পর্যন্ত ধাওয়া করা যায়!
সাদা আকাশ, সাদা বরফ,সাদা কাগজ, সাদা কাপড় সব আমার প্রিয়, কিন্তু সবচাইতে প্রিয় আমার বাবার সাদা মন! এবার আমার অনন্ত সাধনা সব রঙ একাকার করে এক অভূতপূর্ব “সাদা”কে ক্যানভাসে উদ্ভাসিত করা! সেটার সঠিকভাবে মেলানোর মাপ? আমার অজানা!
আমি সাদাকে সাদার উপর আরও সাদা করে এঁকে ফেলতে চাই।