সম্প্রতি টম হ্যাংকসের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। এতে দেখা যায়, টম হ্যাংকস দাঁতের চিকিৎসা নিয়ে কথা বলছেন। ভিডিওটি ইনস্টাগ্রামে প্রকাশ হয়েছে। এটি একটি প্রতিষ্ঠানের প্রচারের কাজে ব্যবহার হচ্ছে। কিন্তু ভিডিওটি দেখার পরই মনে হয় মানুষটি টম হ্যাংকসের মতো দেখতে হলেও আসলে তিনি নন। এরপর টম নিজেই জানিয়েছেন, তিনি এ ধরনের কোনো প্রচারণা করছেন না। ভিডিওটি এআই নির্মিত।
টম হ্যাংকস তার ইনস্টাগ্রাম থেকে এআই সংস্করণটির একটি ছবি নিয়ে তার ওপরই লিখেছেন, ‘সাবধান! একটা ভিডিওতে দাঁতের যত্ন ও অন্যান্য বিষয় নিয়ে আমাকে কথা বলতে দেখা যাচ্ছে। ভিডিওটি আমার নয়। এটি একটি এআই সংস্করণ। ভিডিও বা তাতে প্রচারিত বক্তব্যের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’
টম হ্যাংকস এর আগেও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে কথা বলেছিলেন। তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিপফেক প্রযুক্তি যেভাবে কাজ করছে, তাতে মৃত্যুর পরও টমকে নতুন সিনেমায় দেখা যাওয়া সম্ভব। দি অ্যাডাম বক্সটন পডকাস্টে তিনি বলেছিলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিপফেক প্রযুক্তি দিয়ে এখন যে কারো পক্ষে নিজেকে নতুন করে তৈরি করা সম্ভব। আমি কাল মারা গেলেও আমাকে ফিরিয়ে আনা যাবে সিনেমায়।’ তিনি এ প্রযুক্তির সম্ভাবনা নির্দেশ করে বলেন, ‘এআই নিয়ে যথেষ্ট জানাশোনা না থাকলে বোঝা যাবে না ব্যক্তি আসলে নিজেই ভিডিওতে আছেন, নাকি প্রযুক্তির ব্যবহারে তৈরি করা হয়েছে।’
এখন দর্শক বিষয়টি জানেন ও এ সম্পর্কে সচেতন। কিন্তু সবাই তা নয়। টম এ নিয়ে আগেই বলেছিলেন, ‘মানুষ হয়তো বুঝতে পারবে যে এটি নকল, কিন্তু তারা বিষয়টি নিয়ে মাথা ঘামাবে না।’
সূত্র: ভ্যারাইটি