সোমবার , ২২ আগস্ট ২০২২ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

কবরের ‘অভিজ্ঞতা’ ভিডিও করতে গিয়ে ইউটিউবার আটক

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২২, ২০২২ ১০:০০ অপরাহ্ণ

কবরের অভিজ্ঞতা ভিডিও করতে গিয়ে বগুড়ার দুই ভাই আটক হয়েছেন, যাদের একজন ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করেন।

আটকের পর সোমবার দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয় বলে শাজাহানপুর থানার এসআই শামীম হাসান জানান।

আটককৃতরা হলেন জেলার শাজাহানপুর উপজেলার রাধানগর গ্রামের মোকছেদ আলীর ছেলে মিলন মিয়া (২৬) ও মিজানুর রহমান রনি (২৪)।

প্রতিবেশী আবু হাসান বলেন, “দুই ভাই তাদের বাড়ির উঠানে খবর খনন করেন। রোববার রাত ১১টার দিকে ক্যামেরা ও পানির বোতলসহ রনি কবরে প্রবেশ করেন। তার বড় ভাই মিলন মাটি চাপা দিয়ে কবরের ওপরের অংশ ঢেকে বাইরের দৃশ্য ভিডিও করেন। অক্সিজেন ও আলো-বাতাস সরবারহ স্বাভাবিক রাখার জন্য তারা ভেতরে বৈদ্যুতিক বাতি আর ওপরে ফ্যান স্থাপন করেন।

“রনি একজন ইউটিউবার। রনি কবরের ভেতর ১১ ঘণ্টা কাটানোর পর পুলিশ এসে বাদ সাধে; দুই ভাইকে আটক করে নিয়ে যায় থানায়।”

সকালে খবর ছড়ালে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। সমালোচনা করেন অনেকে।

এসআই শামীম বলেন, “রনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি একজন ইউটিউবার। কবরের অভিজ্ঞতা ভিডিও করে ইউটিউবে পোস্ট করার জন্য তিনি এই কাজ করেছেন বলে তার দাবি।

“জিজ্ঞাসাবাদ শেষে দুই ভাইকে ধর্তব্য অপরাধ সংগঠিত হওয়ার আশঙ্কা থাকায় আদালতে পাঠানো হয়। আদালত তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেয়।”

রনি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।

তার বাবা মোকছেদ আলী বলেন, “অনেক আগে থেকেই রনি ইউটিউব চ্যানেলে কাজ করে। এর আগে সে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পায়ে হেটে ভ্রমণ করেছে।”

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত