বৃহস্পতিবার , ৪ ফেব্রুয়ারি ২০২১ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

করোনার কারণে দেশে খাদ্য ঘাটতি যাতে না হয় সেজন্য খাদ্য উৎপাদন বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ৪, ২০২১ ৪:৪২ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী

আবহাওয়া, জলবায়ু ও মাটির সাথে সামঞ্জস্য রেখে নতুন নতুন ফসল উদ্ভাবন করতে বিজ্ঞানীদের আহবানও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি কৃষিভিত্তিক অর্থনীতি হিসেবে দেশে কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা অর্জনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।খাদ্যের জন্য যেন  কারও কাছে হাত পাততে না হয়। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করতে পারি সেভাবে উৎপাদন করতে হবে।’

আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল প্রকাশিত ‘১০০ কৃষি প্রযুক্তি এটলাস’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তিনি এই অনুষ্ঠানে সংযুক্ত হন।

পরিবেশবান্ধব টেকসই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারের টানা তিন মেয়াদে  ফসলের ৬৫৫ টি উচ্চফলনশীল জাত এবং ৫৯১ টি প্রযুক্তি উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)। এর মধ্য থেকে সেরা ১০০ কৃষি প্রযুক্তির বর্ণনা দিয়ে বই প্রকাশ হলো। যেগুলো থেকে উদ্ভাবক ও প্রযুক্তি ব্যবহারকারীদের অভিজ্ঞতা জানা যাবে। 

তিনি বলেন, ‘অল্প খরচে বেশি উৎপাদন কীভাবে হবে তার জন্য গবেষণা দরকার। কোন এলাকায় কোন ফসল ভালো হয় তার ম্যাপিং করাটাও জরুরি। আমি সারাদেশে ১০০ শিল্পাঞ্চল করছি। এসব অঞ্চলে কৃষিপণ্য কাঁচামাল হিসেবে কীভাবে ব্যবহার করা যায় তা দেখতে হবে। কৃষিতে দেশি-বিদেশি বিনিয়োগের ব্যবস্থা করতে হবে। রফতানিযোগ্য পণ্য উৎপাদন করতে হবে। মানুষের ক্রয়ক্ষমতা ও আভ্যন্তরীণ বাজার বাড়াতে হবে। এরপর বিদেশে রফতানি করতে হবে। আমাদের যেহেতু কৃষিভিত্তিক অর্থনীতি তাই এর ওপর গুরুত্ব দিতে হবে।’

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত