গাজীপুরের কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও চরপাড়ায় দেশীয় অস্ত্রসহ আটক ৯ টিকটককারীর ৪ জনকে কারাগারে এবং ৫ জনকে কিশোর সংশোধনাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার (২৭ আগস্ট) গাজীপুর নারী ও শিশু আদালত এ আদেশ দেন। গাজীপুর আদালত পরিদর্শক মো. ফায়েজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় টিকটককারীদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
আটককৃতদের মধ্যে শিবপুর উপজেলার দত্তেরগাও গ্রামের মানিক ফকিরের ছেলে আরিফ ফকির (১৮), আছান খানের ছেলে তৈয়ব খান (১৮), মো. বাবুলের ছেলে মো. নাজমুল (১৮) ও মনোহরদী উপজেলার হিতাশি গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে মো. জামানকে (১৮) কারাগারে পাঠানো হয়েছে। এবং একই এলাকার মৃত মো. রুমেলের ছেলে মো. আকাশ (১৫), মো. নাছিরউদ্দিনের ছেলে মো. আ. রহিম (১৫), বাবুল ফকিরের ছেলে মো. সাগর (১৬), মো. মোশারফের ছেলে মো. মোয়াজ (১৩), মো. ছাদেকের ছেলে মো. রফিকুলকে (১৬) কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।
কাপাসিয়া থানার ওসি এএফএম নাসিম বলেন, ‘এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আটককৃতদের শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালত তাদের বয়স বিবেচনায় নিয়ে এ রায় প্রদান করেছেন।’