টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে এক নারীসহ দু’জন নিহতের ঘটনা ঘটেছে। রবিবার (২১ আগস্ট) সকালে আনালিয়াবাড়িতে এবং ভোররাতে সরাতৈল এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।
নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেওড়া গ্রামের মৃত শাহজামালের ছেলে মামুন (৪০)।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে প্লাস্টিকের দরজা নিয়ে একটি ট্রাক রংপুর যাচ্ছিলো। সকালে আনালিয়াবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকে থাকা দরজাগুলো রাস্তায় ছড়িয়ে পড়ে। দরজাগুলো জড়ো করে রেললাইনে বসে পাহারা দিচ্ছিলেন ট্রাকের শ্রমিক মামুন। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে ভোররাতে কালিহাতীর সরাতৈল এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন।
ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. সাকলাইন জানান, খবর পেয়ে লাশগুলো উদ্ধার করা হয়েছে। নিহত ট্রাক শ্রমিকের পরিচয় পাওয়া গেলেও ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।