দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি।।
খাগড়াছড়ি জেলা সদরের শ্রী শ্রী লক্ষ্মী-নারায়ণ মন্দির এর নতুন ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।
তিনতলা বিশিষ্ট এই মন্দির নির্মাণে ব্যয় হবে মোট ০৬ কোটি টাকা। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে বর্তমান (২০২১-২২) অর্থ বছরের ৩৫ লক্ষ টাকার কাজ শুরু হচ্ছে আজ। এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌরমেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুজিবুর আলমসহ মন্দির পরিচালনা কমিটি পর্ষদ।