অবশেষে বিএনপি থেকে স্বীকার করা হলো বেগম খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত।
রোববার (১১ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।
মহাসচিব বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করোনা পরীক্ষা করা হয়েছে। রাতে রিপোর্ট পেয়েছি। তার করোনা পজিটিভ। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিত্সকদের পরামর্শ ইতোমধ্যে চিকিত্সা শুরু হয়েছে। তিনি ভালো আছেন। তার মধ্যে করোনার কোনো উপসর্গ নেই। চিকিত্সকদের সীদ্ধান্ত মত পরবর্তী সীদ্ধান্ত গ্রহণ করা হবে।
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশবাসী যেন তার জন্য ও তার মুক্তির জন্য দোয়া করেন। দেশবাসীকে আমরা আহ্বান করব, বিশেষ করে আমাদের দলের নেতা ও নেতাকর্মীদের কাছে আহ্বান থাকবে, দেশনেত্রীর রোগ মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া চাইবেন।