বৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬ | ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

বিদায় দেশনেত্রী: শেষ শয়ানে জিয়ার পাশে

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ণ

শীতের পড়ন্ত বিকেলের সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ছে, ঠিক তখনই রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে রচিত হলো এক ঐতিহাসিক বিয়োগান্তক দৃশ্য। যে নেত্রী আজীবন লড়াই করেছেন গণতন্ত্রের জন্য, যিনি কখনো কোনো শক্তির কাছে মাথা নত করেননি, সেই ‘আপসহীন’ দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

বুধবার দুপুর ৩টা ৪ মিনিটে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকাজুড়ে অনুষ্ঠিত হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা। স্মরণকালের বৃহত্তম এই জানাজায় ঢাকার রাজপথ পরিণত হয় মানুষের মহাসমুদ্রে। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের উপস্থিতি প্রমাণ করেছে তাঁর আকাশের সমান উঁচু জনপ্রিয়তা। জানাজা শেষে যখন মরদেহবাহী গাড়িটি চন্দ্রিমা উদ্যানের দিকে যাত্রা শুরু করে, তখন উপস্থিত লাখো মানুষের আকাশ-বাতাস কাঁপানো কান্না আর ‘বিদায়’ ধ্বনিতে এক ভারী পরিবেশের সৃষ্টি হয়।

বিকেল সাড়ে চারটার দিকে চন্দ্রিমা উদ্যানে পৌঁছায় বেগম জিয়ার মরদেহ। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। বিউগলের করুণ সুরে বেজে ওঠে বিদায়ের রাগিণী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান এবং দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ কূটনীতিকদের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়া সমাহিত করা হয়।

দীর্ঘ ৪৪ বছর আগে ১৯৮১ সালে এই চন্দ্রিমা উদ্যান সংলগ্ন এলাকাতেই সমাহিত করা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। স্বামীর মৃত্যুর পর শোককে শক্তিতে রূপান্তর করে রাজনীতির হাল ধরেছিলেন খালেদা জিয়া। আজ ৪৪ বছর পর সেই প্রিয়তমা স্ত্রী ফিরে এলেন স্বামীর পাশেই। কবরে মরদেহ নামানোর সময় বড় ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যদের কান্নায় উপস্থিত কেউই চোখের জল ধরে রাখতে পারেননি।

দাফনের প্রক্রিয়া চলার সময় তারেক রহমান, স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, ছোটভাই আরাফাত রহমানের স্ত্রী শামিলা রহমান, তাঁর বড় মেয়ে জাহিয়া রহমান, ছোট মেয়ে জাফিরা রহমানসহ পরিবারের সদস্যরা, বিএনপির নেতা-কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দাঁড়িয়ে শোক ও শ্রদ্ধা জানান। খালেদা জিয়ার কবরে সবার আগে নামেন বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ হাতে তিনি তার মাকে কবরে চিরনিদ্রায় শায়িত করেন।

শোকে স্তব্ধ বাংলাদেশ। বেগম জিয়ার প্রয়াণে আজ সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ রোগভোগ আর রাজনৈতিক চড়াই-উতরাই পেরিয়ে ৮০ বছর বয়সে তিনি পাড়ি জমালেন পরপাড়ে। তাঁর এই প্রস্থান কেবল একটি দলের জন্য নয়, বরং দেশের রাজনৈতিক ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্রের পতন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ষষ্ঠীতে দেবীবরণ, আজ মহাসপ্তমী

দুর্গম এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ কাজে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট

মসজিদে বোমা বিস্ফোরণ : পাঁচ জঙ্গির মৃত্যুদণ্ড

পানছড়ির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চেয়ার দিলো পাবর্ত্য জেলা পরিষদ

বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার-২০২১ তুলে দিলেন প্রধানমন্ত্রী

রাজস্থলীতে মুজিববর্ষ উপলক্ষে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

কর্মচান ত্রিপুরাকে পুনরায় সভাপতি করে বাত্রিকস মহালছড়ি আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন

পানিতে ডুবে শিশুর মৃত্যু

করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে কঠোর পদক্ষেপ নেয়ার ইঙ্গিত প্রধানমন্ত্রীর

সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন নবদম্পতি হৃদয়-রিয়ামনি