বৃহস্পতিবার , ১৮ আগস্ট ২০২২ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

ঢাকা-গুয়াংজু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট।

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১৮, ২০২২ ১২:০০ অপরাহ্ণ

চালু হলো  ঢাকা-গুয়াংজু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এ রুটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী।

এ সময় উপস্থিত ছিলেন বিমান, সিভিল এভিয়েশন, গুয়াংজু বিমানবন্দর প্রতিনিধি ও সাধারণ যাত্রীরা।

সকাল ১১টায় শাহজালাল (রাহ.) বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বিমানের বিজি-থ্রি সিক্স সিক্স ফ্লাইটটি। স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে চীনের গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এটি। একই দিন ফিরতি ফ্লাইট বিজি-থ্রি সিক্স সেভেন গুয়াংজু বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে উড্ডয়ন করে ঢাকায় পৌঁছাবে রাত ৯টা ৩০ মিনিটে।

প্রাথমিকভাবে মাসে একটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। প্রথম ফ্লাইটে যান ২৩৯ যাত্রী।


প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, ঢাকা থেকে সরাসরি গুয়াংজু ফ্লাইট চালুর ফলে সুবিধা পাবেন ব্যবসায়ীরা। কোভিড পরিস্থিতি ভালো থাকলে জাপান, চেন্নাই , মালদ্বীপেও বাংলাদেশ বিমান ফ্লাইট চালু করবে বলে জানান প্রতিমন্ত্রী।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার সেবার মানোন্নত করেছে উল্লেখ করে সিভিল এভিয়েশন চেয়ারম্যান মো. মফিদুর রহমান বলেন, ভবিষ্যতে ঢাকা-গুয়াংজু ফ্লাইট আরও বাড়ানো হবে।

এ রুটের যাত্রীরা বিমানের যেকোনো সেলস সেন্টার থেকে প্রথম যাত্রীবাহী ফ্লাইটের টিকিট কেনার সুযোগ পেলেও আসার ক্ষেত্রে বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকেও টিকিট কিনতে পারবেন।

এছাড়া যাত্রীদের বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের ওয়েবসাইট (http://bd.china-embassy.gov.cn/lsyw/lsxx/) ও বিমানের ওয়েবসাইটে দেয়া (https://www.biman-airlines.com/travelAdvisory) হালনাগাদ ট্রাভেল অ্যাডভাইজরি অনুসরণ করার জন্য অনুরোধ করেছে বাংলাদেশ বিমান।

সর্বশেষ - অন্যান্য