শুক্রবার , ২৬ আগস্ট ২০২২ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

নাগেশ্বরীতে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৬, ২০২২ ৮:১৩ অপরাহ্ণ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ মামলায় লাফছু মিয়া (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ  করে পুলিশ। লাফছু নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের ধরকা গ্রামের সোলাইমান আলীর ছেলে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, ৪ বছরের ওই শিশু তার সমবয়সী অপর এক খেলার সাথীর সঙ্গে খেলাধুলা করে থাকে প্রতিদিন। ঘটনার দিন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খেলতে যায় শিশুটি। পরে কিছুক্ষণ পর খেলা শেষ করে কান্না করতে করতে বাড়িতে চলে আসে। শিশুটির মা তাকে জিজ্ঞাসা করলে সে জানায়, মোবাইলে কার্টুন দেখার কথা বলে আসামী লাফছু মিয়া (২০) ঘরের ভেতর তাকে নিয়ে ধর্ষণ করে। বর্তমানে শিশুটি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

পরে বাদীর অভিযোগের প্রেক্ষিতে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করা হয়। এরপর নাগেশ্বরী থানা পুলিশ অভিযুক্ত ধর্ষক লাফছুকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং বলেন, শুক্রবার দুুপুুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ  করা হয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত