বহুল আলোচিত ফেনীর মাদরাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ১৬ আসামির স্বজনেরা মামলাটি পুনঃতদন্তের দাবি জানিয়েছেন।
শনিবার (৮ অক্টোবর) দুপুরে কাফনের কাপড় পরে সোনাগাজী পৌর শহরের জিরো পয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। সেই সঙ্গে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই প্রধানের শাস্তিরও দাবি করেছেন। মানববন্ধনে বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে মামলায় দণ্ডপ্রাপ্ত ১৬ জনের পরিবারের সদস্য, স্বজন, এলাকাবাসীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ন্যায় বিচারের স্বার্থে নুসরাতের মামলাটি পুনঃতদন্তের দাবি জানিয়ে স্থানীয়রা বলেন, ‘সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রুহুল আমিন ও মকসুদসহ ১৬ জন নিরীহ মানুষ ষড়যন্ত্রের শিকার হয়ে আজ ফাঁসির দণ্ডাদেশ নিয়ে কনডেম সেলে মৃত্যুর প্রহর গুনছেন। আওয়ামী লীগের দলীয় বিভাজনের সুযোগ নিয়েছে পিবিআই। প্রধানমন্ত্রী ন্যায়বিচার করতে বললেও তারা করেছে অবিচার।’
এ সময় দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা তাদের দাবি নিয়ে সোনাগাজী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।