মঙ্গলবার , ৩ অক্টোবর ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

প্রবৃদ্ধির ধারাবাহিকতা ধরে রাখতে উৎপাদনশীলতার বিকল্প নেই

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৩, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘‌উৎপাদনশীলতার গুরুত্ব অনুধাবন করে ২০১১ সালে প্রধানমন্ত্রী উৎপাদনশীলতাকে জাতীয় আন্দোলন হিসেবে ঘোষণা করেন। দেশের সার্বিক উন্নতি ও প্রবৃদ্ধির ধারাবাহিকতা ধরে রাখতে হলে উৎপাদনশীলতার কোনো বিকল্প নেই।৷ একই সঙ্গে সাধারণ জনগণকেও এর সঙ্গে সংশ্লিষ্ট করতে হবে।’

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল প্রডাকটিভিটি অরগানাইজেশন (এনপিও) এ আলোচনা সভার আয়োজন করে।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘দেশের অর্থনৈতিক ধারাবাহিকতা বজায় রাখতে উৎপাদনশীলতা উন্নয়নের কলাকৌশলের ব্যাপক চর্চা প্রয়োজন। তা না হলে সামঞ্জস্যপূর্ণ টেকসই উন্নয়ন সম্ভব নয়। উৎপাদনশীলতা বাড়াতে হলে মাঠ পর্যায়ে উৎপাদনশীলতার আধুনিক কলাকৌশল, সেমিনার, আলোচনা সভা, উদ্ভাবনী কর্মসূচির ওপর গবেষণা ও সচেতনতামূলক প্রচার অভিযান কার্যক্রম গ্রহণ করতে হবে।’

সভায় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, ‘‌মুক্তবাজার অর্থনীতিতে টিকে থাকতে হলে গুণগত মান ও পরিমাণ দুটো বিষয়ই আবশ্যিকভাবে নিশ্চিত করতে হবে। এর জন্য প্রতিটি খাতে আমাদের দক্ষ জনশক্তির প্রয়োজন। দক্ষ জনশক্তি তৈরি করতে সরকারের বহু পরিকল্পনা রয়েছে। তার একটি এনপিও (ন্যাশনাল প্রডাকটিভিটি অরগানাইজেশন)। এছাড়া প্রধানমন্ত্রীর অফিসে একটি দক্ষ দফতরও রয়েছে। এসব প্রতিষ্ঠান, সংস্থা এবং দফতর উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়াতে কাজ করছে, দক্ষ শ্রমিক তৈরি করছে। আগামী দিনে আমাদের শ্রমিকরা আন্তর্জাতিক বাজারে নেতৃত্ব দেবে।’

বিশেষ অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, ‘‌ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হলে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও সময়োপযোগী কর্ম পরিকল্পনা তৈরি করতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের সুফল পেতে হলে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

তিনি বলেন, ‘‌উৎপাদনশীলতা বাড়াতে যে ধরনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তাতে শুধু এক পক্ষ উপকৃত হবে না, একই সঙ্গে শ্রমিক, মালিক ও সরকারসহ সবাই উপকৃত হবে। এর জন্য প্রত্যেক অংশীদারকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে। উৎপাদন বাড়ালে শ্রমিকদের বেতন ভাতা বাড়বে, সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে এবং মালিকরাও লাভবান হবে। এর বাস্তবায়নে এনপিও কাজ করে যাচ্ছে।’

এ সময় আরো বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, ন্যাশনাল প্রডাকটিভিটি অরগানাইজেশন (এনপিও) মহাপরিচালক মুহম্মদ মেসবাহুল আলম।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ভক্তদের শুভেচ্ছায় সিক্ত আঞ্জমান শিরিন ভাসছেন প্রসংসার জোয়ারে

স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদের নামাজ আদায় নির্দেশ ধর্ম প্রতিমন্ত্রীর

মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাউথ আফ্রিকায় বিক্ষোভ

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

বিবাহবহির্ভূত সম্পর্কে বাধা, স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন

শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিবেকানন্দ বিদ্যানিকেতন

আশ্রয়ণ প্রকল্পে চাঁদাবাজি অভিযোগে ভাইস চেয়ারম্যানের স্বামী আটক

ফেনীতে বিএনপির সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ : আহত ১০

সংসদে যাচ্ছেন আরাফাত