বঙ্গোপসাগরে ১৬টি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৯৬ জন জেলে নিখোঁজ রয়েছেন। সেই সঙ্গে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নিজামপুর কোস্ট গার্ডে দায়িত্বরত লে. শাফিউল কিঞ্জর। শনিবার (২০ আগস্ট) লে. শাফিউল কিঞ্জর এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল শুক্রবার দুপুর থেকে ১০টা পর্যন্ত বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে ট্রলারডুবির এ ঘটনা ঘটে।
লে. শাফিউল কিঞ্জর বলেন, এ পর্যন্ত সর্বমোট ১৬টি ট্রলার নিখোঁজের সংবাদ পেয়েছি। হাতিয়া উপজেলায় তিনজনের মরদেহ ও অন্যান্য এলাকায় ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১৯৬ জন জেলে এখনও নিখোঁজ রয়েছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।
জানা যায়, বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে পটুয়াখালীর ১১টি মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় ২১ জেলে নিখোঁজ রয়েছে। এছাড়া জেলার পাঁচ শতাধিক জেলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ৩০টি ট্রলারের। এরই মধ্যে প্রায় ১২৯ জেলেকে উদ্ধার করা হয়েছে।