বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপের শেষ ম্যাচে জয়ের লক্ষ্য মাঠে নামবে বাংলাদেশ। কোচ আর অধিনায়কের কথা, তিন পয়েন্ট পেলে র্যাংকিংয়ের পাশাপাশি পরের এশিয়া কাপ কোয়ালিফায়ার্স ও আগামী সাফেও প্রভাব থাকবে।
মঙ্গলবার রাত ১০টায় লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশের বিপক্ষে নিজেদের ‘হোম’ ম্যাচটি লেবানন নিজেদের মাঠে খেলতে পারছে না যুদ্ধ ও রাজনৈতিক সমস্যার কারণে। নিরপেক্ষ ভেন্যু কাতারে খেলা হওয়াটা জামালদের জন্য একধরনের আশীর্বাদ। মাঠে কাতার প্রবাসীরা লাল সবুজের জন্য গর্জন তুলবে তেমনটাই অধিনায়ক জামালের প্রত্যাশা।
এক বছরে লেবাননের বিপক্ষে তৃতীয় মোকাবিলা করতে যাচ্ছেন জামাল-তপু-রাকিবরা। প্রতিপক্ষের কোচ ও খেলোয়াড় পরিবর্তিত হয়েছে। তাই পরিকল্পনাও সাজাতে হচ্ছে ভিন্নভাবে।
কাগজ-কলমের হিসেবে খেলোয়াড়েরা শারীরিক গঠন সব দিক দিয়ে এগিয়ে শক্তিশালী লেবানন। তবু ওদের সাথে ভালো কিছুর প্রত্যাশা লাল সবুজদের।