শনিবার , ৫ এপ্রিল ২০২৫ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

মাদক বহনের দায়ে কানাডা ক্রিকেট দলের অধিনায়ক গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ৫, ২০২৫ ১২:১২ পূর্বাহ্ণ

মাদক বহনের অভিযোগে কানাডা ক্রিকেট দলের অধিনায়ক নিকোলাস কির্টনকে গ্রেপ্তার করা হয়েছে।

জ্যামাইকার দৈনিক ‘দ্য গ্লিনার’-এ প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, গত রোববার বার্বাডোজের গ্র্যান্টলি অ্যাডামস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছতেই স্থানীয় পুলিশ আটক করে কির্টনকে। তার কাছে ২০ পাউন্ড (প্রায় ৯ কেজি) নিষিদ্ধ ঘোষিত গাঁজা পাওয়া যায়। এরপর থেকে পুলিশি হেফাজতে আছেন কির্টন। এ বিষয়ে ক্রিকেট কানাডাকে অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে এক বিবৃতিতে ক্রিকেট কানাডা জানিয়েছে, জাতীয় দলের খেলোয়াড় কির্টনের বিরুদ্ধে আনা অভিযোগ এবং তার আটকের বিষয়ে ক্রিকেট কানাডাকে অবগত করা হয়েছে। আমরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ক্রিকেট কানাডা। তার ব্যাপারে কোন তথ্য পাওয়া গেলে পরে জানানো হবে।

ক্রিকেট কানাডা আরো জানিয়েছে কির্টনের বিষয়টিকে গুরুত্ব সহকারে নিচ্ছে বোর্ড। বিবৃতিতে বলা হয়েছে, আমরা এই বিষয়টিকে গুরুত্ব সহকারে নিচ্ছি এবং খেলাধুলার মধ্যে সততা এবং জবাবদিহিতার সর্বোচ্চ মান বজায় রাখার ক্ষেত্রে অবিচল আছি।

কানাডার হয়ে ২১ ওয়ানডেতে ৫১৪ রান ও ২৮ টি-টোয়েন্টিতে ৬২৭ রান করেছেন কির্টন। খেলেছেন গত বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও।

সর্বশেষ - অন্যান্য