শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে, আগামী ১০ মের মধ্যে পোশাকসহ সব খাতের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের করতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে শ্রম ভবনের সম্মেলন কক্ষে ত্রিপক্ষীয় পরামর্শক কমিটির ৬৭তম সভা এবং আরএমজি টিসিসি কমিটির অষ্টম সভায় সভাপতির বক্তব্যে মালিকদের প্রতি তিনি এ আহ্বান জানান।
সেসঙ্গে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করার পাশাপাশি আগের কোনো বকেয়া থাকলে সেসবও পরিশোধ করার কথা বলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
এছাড়া সুবিধামতো জোনভিত্তিক ছুটির ব্যবস্থা করতে মালিকদের পরামর্শ দেন প্রতিমন্ত্রী।
মন্নুজান সুফিয়ান শ্রমিকদের কঠোর স্বাস্থ্যবিধি পালনের আহ্বান জানিয়ে বলেন, ব্যক্তি পর্যায়ে সচেতনতায় আপনি আমি সবাই নিরাপদ থাকতে পারবো। সবার সহযোগিতায় করোনা মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে পারবো।