শুক্রবার , ৭ অক্টোবর ২০২২ | ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

গ্রাহকদের টাকা ফেরত নিয়ে যা বললেন ইভ্যালির শামীমা

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৭, ২০২২ ৬:১৯ অপরাহ্ণ

বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। দায়িত্ব নিয়েছেন পাঁচজন। তাদের মধ্যে রয়েছেন কোম্পানিটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন, তার মা ফরিদা আক্তার ও বোনের স্বামী মামুনুর রশীদ। এছাড়া আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব কাজী কামরুন নাহার ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইক্যাব) সহসভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন।

দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার (৬ অক্টোবর) প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেন প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন।

ইভ্যালির ফেসবুক পেজে অনুষ্ঠিত অনলাইন সংবাদ সম্মেলনে শামীমা নাসরিন বলেন, ‘‘আমরা পাওনা পরিশোধের জন্য ৬ মাস সময় চেয়েছিলাম। কিন্তু এ সময় শেষ হওয়ার আগেই আমাদেরকে গ্রেফতার করা হয়। তবে ‘৪০০ বিক্রেতা ইভ্যালিকে আগাম পণ্য দেবে’ এই মর্মে আদালতে হলফনামা দেয়া হলে আমাদের পুনরায় ব্যবসা পরিচালনার অনুমতি দেয়া হয়।’’

 
নতুন করে ইভ্যালি কোন্ পথ অনুসরণ করে ব্যবসা করবে- এ ব্যাপারে শামীমা নাসরিন বলেন, ‘আমরা এখন থেকে মুনাফা ছাড়া একটি পণ্যও বিক্রি করব না। মূলত আমরা ক্যাশ অন ডেলিভারি কিংবা পিক অ্যান্ড পে এর মাধ্যমে পণ্য বেচাকেনা করব।’

গ্রাহকদের টাকা ফেরতের ব্যাপারে শামীমা বলেন, ‘অবশ্যই আমাদের টাকা রিফান্ডের পরিকল্পনা রয়েছে। এর জন্য আমাদের সার্ভার ওপেন করে দিতে হবে। সার্ভার ওপেন না করলে এটা সম্ভব হবে না। এ জন্য আমাজনের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে। কিন্তু মোহাম্মদ রাসেল কারাগারে থাকায় তা সম্ভব হচ্ছে না।’

শামীমা মানিলন্ডারিংয়ের ব্যাপারে বলেন, ‘সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন আমরা মানিলন্ডারিং করেছি। তিনি বলেছেন আমরা প্রতি মাসে দুবাই যেতাম। প্রথমত, অডিটের আগেই আমরা মানিলন্ডারিং করেছি এ কথা বলা যুক্তিযুক্ত নয়। আর আমরা দুবাই গিয়েছি মোট দু’বার, তাও বিনিয়োগকারী প্রতিষ্ঠান খুঁজতে, ঘুরতে না। এছাড়া যে মানিলন্ডারিংয়ের বিরুদ্ধে অডিট চালানো হয়েছে, সেখানে শেষমেশ বলা হয়েছে, তথ্যের ঘাটতি থাকায় অডিট সম্পন্ন করা যাচ্ছে না। এর মানে কিন্তু কেউ প্রমাণ করতে পারেনি আমরা মানিলন্ডারিং করেছি। এটা একটা মিথ্যা কথা। হয় সাবেক বিচারপতি না বুঝে এসব বলেছেন, নয়তো ইচ্ছা করেই ইভ্যালির বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়েছেন।’

টাকা-পয়সার হিসাব নিয়ে শামীমা বলেন, ‘র‌্যাব যখন আমাদের অফিসে অভিযান চালায়, এক কথায় তারা তাৎক্ষণিক আমাদের সব কর্মীকে অফিস থেকে বের করে দেয়। আমাদের থেকে অফিসের চাবি নিয়ে নেয়া হয় এবং অফিস অরক্ষিত অবস্থায় ফেলে রেখে চলে যায় র‌্যাব। এরপর আপনারা জানেন, আমাদের অফিসে লুটপাট হয়েছে। এতে করে অনেক পণ্যের সঙ্গে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও দলিল-দস্তাবেজও হারিয়ে গেছে। আমরা মোট পাঁচটি গেটওয়ে দিয়ে টাকা লেনদেন করতাম। সার্ভার খুলে দিলে আমরা টাকা-পয়সার সঠিক তথ্য দিতে পারব।’

 
পাওনাদার গ্রাহকদের টাকা ফেরতের ব্যাপারে শামীমা বলেন, ‘আমাদের এক বছর ব্যবসা করতে দিলে প্রথম বিনিয়োগ থেকেই সব গ্রাহকের টাকা ফেরত দেয়া সম্ভব হবে। এ মুহূর্তে আমাদের বিনিয়োগ দরকার। আমরা এমন কোনো বিনিয়োগ চাই না যাতে করে বিদেশি কোম্পানি সব লভ্যাংশ নিয়ে যায়। আমরা সবসময়েই চেয়েছিলাম, দেশের টাকা দেশে থাকুক। আমরা চেয়েছিলাম জ্যাক মা এর মতো এ দেশেও একটি উদাহরণ সৃষ্টি করতে। তবে আমাদের সবচেয়ে বড় ভুল ছিল সঠিক সময়ে বিনিয়োগ উত্তোলন না করা।’

ইভ্যালির বিরুদ্ধে ভোক্তা অধিকার যে মামলাগুলো করেছে সে ব্যাপারে শামীমা বলেন, ‘আমরা হাইকোর্ট ও বোর্ডের পরামর্শে কাজ করছি। আগামী সপ্তাহে এ বিষয়ে আমাদের একটি বোর্ড মিটিং হবে। তখন এ ব্যাপারে বিস্তারিত জানাব।’
মো. রাসেলের জামিনের ব্যাপারে শামীমা বলেন, ‘রাসেলের জামিন না হলে সার্ভার ওপেন করা সম্ভব হবে না। মূলত রাসেলের বিরুদ্ধে যে মামলা হয়েছে তা চেক ডিজওনার মামলা। এটি দেড় কোটি টাকার একটি মামলা। আমরা রাসেলের জামিনের জন্য কাজ করে যাচ্ছি। সামনের বছরের জুনে রাসেলের জামিনের আবেদন করব।’
 
সংবাদ সম্মেলনে ইভ্যালির ক্রেতা ও বিক্রেতারা ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহম্মদ রাসেলের মুক্তি দাবি করেন। তারা বলেন, রাসেলকে মুক্তি দিলে টাকা ফেরত পাওয়া সহজ হবে।
 
ইভ্যালির একজন মার্চেন্ট নাসিরউদ্দিন সংবাদ সম্মেলনে বলেন, ইভ্যালিকে নতুন করে সুযোগ দেয়া উচিত। নতুন করে ব্যবসার সুযোগ দিলে ইভ্যালি ঘুরে দাঁড়াবে। অনেক স্টার্টআপ কোম্পানি বিদেশি বিনিয়োগ পাচ্ছে। ইভ্যালিকে সুযোগ দিলে এটিও বিনিয়োগ নিয়ে আসতে পারবে।
 
গত মাসের ২২ সেপ্টেম্বর আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির দায়িত্ব নিয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন।
 
সেসময় পদত্যাগ করা বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব কবীর মিলন বলেন, অডিট রিপোর্ট, ব্যবস্থাপনা পরিচালকের মতামত, আদালতের নির্দেশনামতো পরিচালনা বোর্ডের মতামত এবং হাইকোর্ট নির্দেশিত পরিচালনা বোর্ডের সব সদস্যের পদত্যাগপত্র ২১ সেপ্টেম্বর হাইকোর্ট বিভাগে জমা দেয়া হয়েছে।
 
এর আগে ইভ্যালির দায়িত্ব ছেড়ে দেন সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের পরিচালনা বোর্ড। এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বাধীন বোর্ডে মাহবুব কবীর মিলন ছাড়াও সদস্য ছিলেন- স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন আহম্মেদ এবং কোম্পানি আইন বিশেষজ্ঞ আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।
 
দায়িত্বে থাকা অবস্থায় সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক গত বছর ১৯ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘ইভ্যালির অর্থ লেনদনের ভাউচার দেখে এটাই প্রমাণিত হয়, প্রতিষ্ঠানটির গ্রেফতার হওয়া ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান মোছা. শামীমা নাসরিন অনেক টাকা বিদেশে পাচার করেছেন।’
 
২২ সেপ্টেম্বর শামীমা নাসরিন ইভ্যালির দায়িত্ব নেয়ার পর প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ পুনরায় সচল করা হয়েছে।
 
চলতি বছরের ২১ এপ্রিল চেক প্রতারণার ৯ মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেলকে জামিন দেন আদালত। ওই দিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পেলেও তার বিরুদ্ধে আরও মামলা থাকায় কারামুক্ত হতে পারেননি রাসেল। তবে শামীমা নাসরিন বর্তমানে জামিনে রয়েছেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

রাত ১২ টার পর ফার্মেসী বন্ধ রাখার বিষয়টি জানেন না স্বাস্থ্যমন্ত্রী

৫ টাকা কমেছে ডিমের হালি

কুমিল্লার লাকসামে ট্রিপল মার্ডারের মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী ১৭ বছর পর গ্রেফতার

একই স্থানে আ. লীগ-বিএনপির সভা, পরশুরামে ১৪৪ ধারা

ইরান-ইসরাইল পরিস্থিতি কোন পথে?

‘জীবন নিয়ে দেশে ফিরতে পারবো এটা ভাবিনি‘

মাহি, রোশান ও মানিকের বিরুদ্ধে মামলা করবেন জেনিফার

বেসরকারী হাসপাতালের চিকিৎসা ব্যয় সরকার নির্ধারণ করে দেবে -স্বাস্থ্যমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের জন্য G2P পদ্ধতিতে সরাসরি তাদের ব্যক্তিগত একাউন্টে সম্মানি ভাতা প্রেরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ।

বান্দরবানে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ