শুক্রবার , ১৪ মে ২০২১ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

খাগড়াছড়ির পল্টনজয় পাড়ায় ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান:

প্রতিবেদক
Newsdesk
মে ১৪, ২০২১ ১১:৫৪ অপরাহ্ণ

দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি!!

খাগড়াছড়ি জেলা সদর পল্টনজয় পাড়ায় ত্রিপুরাদের সামাজিক উৎসব বৈসু উপলক্ষে ক্রীড়া ও বিভিন্ন সাহিত্য প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৪মে ২০২১খ্রিঃ) সন্ধ্যায় পল্টনজয় পাড়ার প্রান্ত স্মৃতি সংসদ এর উদ্যোগে পল্টনজয় পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রান্ত স্মৃতি সংসদের সভাপতি টুলুনাথ ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক (চট্টগ্রাম অঞ্চল)’র উপ-মহাব্যবস্থাপক দীনময় রোয়াজা ।

প্রান্ত স্মৃতি সংসদ’র সাধারণ সম্পাদক রফি রোয়াজা’ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, ২৬৫নং বাঙালকাটির মৌজা প্রধান নিবুল লাল রোয়াজা, বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র লাল ত্রিপুরা, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক খোকনেশ্বর ত্রিপুরা (খুমুই), পেরাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রশান্ত ত্রিপুরা (কালা), স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সরলাল ত্রিপুরা, শিক্ষা উন্নয়ন সংস্থার সমন্বয়ক নবলেশ্বর দেওয়ান (লায়ন), প্রাক্তন শিক্ষক হৃদয় ত্রিপুরা, সমাজসেবক পার্থ ত্রিপুরা। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন প্রান্ত স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক দীর্ঘ মনি রোয়াজা।

এছাড়াও শিক্ষা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরা, ছাত্রলীগ নেতা রয়েল ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি স্নেহময় ত্রিপুরা’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, বর্তমান করোনার লকডাউনে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা ইলেক্ট্রনিক ডিভাইস গেইমস (ফ্রি-ফায়ারসহ) এ আসক্ত হয়ে পড়েছে। সেগুলোকে সচেতন করতে প্রান্ত স্মৃতি সংসদ ও অভিভাবকদের প্রতি অনুরোধ করেন।

বক্তারা আরোও বলেন, যুবসমাজরা একতা থাকলে সর্বক্ষেত্রে উন্নয়ন হবে। সুশিক্ষা অর্জনের মাধ্যমে সকলে মিলেমিশে একতা থাকতে হবে। দেশ, সমাজ ও জাতির উন্নয়নে অবদান রাখার আহবান জানান।

আলোচনা সভা শেষে বৈসু উপলক্ষে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া ও সাহিত্য প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এছাড়াও শিক্ষাক্ষেত্রে ও বিভিন্ন উন্নয়নমূলক কাজে অবদানে স্বীকৃতিস্বরূপ দীনময় রোয়াজা ও প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রাপ্ত মথুরা বিকাশ ত্রিপুরা’ এ দু’জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় মথুরা বিকাশ ত্রিপুরার অনুপস্থিতে শিক্ষা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরা সম্মাননা স্মারক গ্রহণ করেন।

পরে রাজধানীর ঢাকা থেকে আগত ক্র্যামলিন ব্যান্ডের সুচিরাজ, খাগড়াছড়ি জেলার ইমাং ব্যান্ড ও এলাকার স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

সর্বশেষ - অন্যান্য