বুধবার , ২৮ জুলাই ২০২১ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

বান্দরবানে করোনায় ২ জনের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২৮, ২০২১ ৮:৩৭ অপরাহ্ণ

বান্দরবান প্রতিনিধি,

করোনা আক্রান্ত হয়ে বান্দরবানে গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ জনে।

আজ বুধবার (২৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন। এসময় জেলায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩১ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৯ জনে। মৃত দুজনের মধ্যে ১ জন পুরুষ ও ১ জন মহিলা। তাদের মধ্যে চট্টগ্রামের চন্দনাইশ ইউনিয়নের ধোপাছড়ি এলাকার ছাবের আহমেদ (৫৫) এবং অপরজন সদরের মধ্যম পাড়া এলাকার সাবেক ফুটবলার সাফোচিং (জুনু) এর স্ত্রী নুনুপ্রু মারমা (৫৭)।

স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, এ দুজনই করোনা লক্ষণ নিয়ে কয়েকদিন আগে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়। পরে তাদের অবস্থা সংকটাপন্ন হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নিয়ে জন্য যাওয়ার পরামর্শ দেন। তবে রোগীর পরিবার তাদের চট্টগ্রামে নিয়ে যায়নি। বুধবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা বলেন, সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। অক্সিজেন সার্কুলেশন কমে যাওয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে আরও ৩১ জন করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। তিনি আরো বলেন, সংক্রমণের হার বেড়ে যাওয়ায় জেলা সদরসহ উপজেলাগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই সবাইকে স্বাস্থ্য বিধি মেনে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

সর্বশেষ - অন্যান্য