মঙ্গলবার , ৯ আগস্ট ২০২২ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

মারশিয়া জাহান মেঘের লেখা

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ৯, ২০২২ ৭:৪২ অপরাহ্ণ

“এখন আমি বসে আছি আমার আম্মা আর শুশুর বাড়ির সব মানুষদের সামনে৷ সবাই থাকবেনা! থাকবেইতো আজ আমাকে নিয়ে মজলিস বসেছে৷ যাকে খাঁটি কথায় বিচার বলে। আমার আম্মা আমার দিকে এক পলক তাকিয়ে আমার শাশুড়ী মাকে বললেন,
” বেয়াইন বলুন..আমার মেয়ে আবার আপনাদের কোন পাকা ধানে মই দিয়েছে?
‘আম্মার কথা শুনে আমার শাশুড়ী কিছুটা গর্জে বললেন,
“বেয়াইন মুখে লাগাম দিয়ে কথা বলুন। আপনার মাইয়া মুখে মুখে তর্ক আর কথায় কথায় আমার ছেলেকে সন্দেহ করে ঝগড়াঝাটি করে এই রোজগার অশান্তি আমাদের আর ভালো লাগছেনা।
” আমি তখন আম্মাকে বললাম,
“আম্মা আমি কখনো মুখে মুখে তর্ক করিনি আর না…ওনার ছেলেকে সন্দেহ করেছি।
” চুপ করো বেয়াদব মেয়ে। এইসব আবার কেমন বেয়াদবি? বড়দের কথার মাঝে ঢুকে পড়া।
‘শাশুড়ী মায়ের কথায় চুপসে গেলাম।
“আমার আম্মা আমাকে থামিয়ে দিয়ে বললেন,
” তা বেয়াইন কোনটাকে তর্ক বলছেন? আপনারা খেয়ে দেয়ে শুয়ে বসে থাকবেন আর আমার মেয়ে দিন রাত কাজ করে যাবে এই সংসারে? এই সংসারটা কি আমার মেয়ের একা? বাড়ীর বউ কি মানুষ না? তাদের কি ক্লান্তি নেয়? নাকি তাদের দেহ আছে কোনো অনুভব নেই?
আম্মা এইসব কথা বলতেই আমার স্বামী ফারুক বললো,
“দেখুন মা..আপনার মেয়ে সারাদিন কাজ কিভাবে করে? ছোট সংসার। কাজই বা কই? খেয়ে দেয়েতো শুয়েই থাকে। আর বাড়ির বউদেরতো এইসবই কাজ। আপনার মেয়ে এইটুকু কাজ করেই যদি নাম উঠে, যে সারাদিন আমরা তাকে খাঁটিয়ে মারি তা খুব বেশি কথা বাড়াবাড়ি হয়ে যায়না?
” আমার স্বামীর কথা শুনে আমি কিছু বলতে যাবো আম্মা আমাকে থামিয়ে দিয়ে শাশুড়ী মায়ের উদ্দেশ্যে বললেন,
“তা বেয়াইন একটু আগে আমার মেয়ে কথার মাঝে কথা বলাতে সে হয়েছে বেয়াদব, আপনার ছেলেও বুঝি তাই?
” আমার আম্মার কথাটা যে আমার শাশুড়ী মায়ের খুব একটা পছন্দ হয়নি তা ওনার চেহারায় ভাসমান।
“আমার আম্মা এখন আমার দিকে তাকিয়ে বললো,
” তুমি তর্ক করোনা তা আমি জানি। কারণ আমিইতো তোমাকে পেটে ধরেছি। আর এইটাও জানি আমার সন্তান কেমন।
“বেয়াইন আপনার ছেলে যে খুব একটা ধোঁয়া তুলসি পাতা তা কিন্তু নয়। আপনার ছেলেকে আমি কালও একটা রেস্টুরেন্টে একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলা, এমন কি হাতে হাত ধরা দেখেছি। এইটা আশা করি কোনো বিবাহিত ছেলের লক্ষণ নয়। আর সবচেয়ে বড় কথা আমার মেয়ে আমার সাথে ছিলো। মেয়েকে বলেছিলাম ফারুক কে কল দিয়ে বলতে যে সে কোথায়? ফারুক কল ধরতেই উত্তর দিয়েছে অফিসে।
” আম্মার কথা শুনে শাশুড়ী মা আর ফারুক চুপসে যায়।
“দেখুন মা আপনার মেয়ে আপনি নিয়ে যান। আমি এমন বউ ঘরে রাখতে চায়না যে স্বামীকে অবিশ্বাস করে। আর তাছাড়া আপনার মেয়ের থেকে ভালো জায়গায় বিয়ে করার ক্ষমতা আমার আছে। অবশ্য ধনী পরিবারের।
” আম্মা চেয়ার থেকে উঠে বললো,
“চলো মেঘ। আর ফারুক, আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি বলে এই না যে, তার সম্মান, আমাদের মর্যাদা বিক্রি করেছি। মেয়েকে বিয়ে দিয়েছি কোনো পণ্যকে নয়। পণ্য দাম দেখে কিনে মানুষকে দাম দিয়ে কেনা যায়না। আর এই যে ধনী-গরীবের পার্থক্যটা দেখালেনা? আশা করি তুমি জানো যে, আমাদের বাসায় সবই আছে। কিন্তু কথা ওইটা না কথা হলো এইটা যে, মেয়ের সাথে যদি ফার্নিচারের থেকে শুরু করে শোয়ার খাট অব্ধি দিতে হয়, তাহলে আমার মেয়ে তোমার কাছে ফেলে রাখবো কেনো? আমার বাড়িতেই থাকুক। দু-মুঠো খাওয়ার জন্য? ডাল ভাত আমার ঘরে আছে… আমরাতো না খেয়ে নেই, আমার মেয়েরো ঠিক ওতেই হয়ে যাবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় বাড়তি দামে সার বিক্রি ও খাবারে রং; পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে আরও ছয় বছরের কারাদণ্ড

আসছে ‘আশিকি ৩’, এবার কার্তিক আরিয়ানের পালা

১০০ নয় ৪ কোটি বাজেটে অনন্তর ‘দিন: দ্য ডে’

১৭ মার্চ শুরু হচ্ছে না বাণিজ্য মেলা

প্রবাসীর স্ত্রীর থেকে এক লাখ টাকা নিতে এসে জনতার হাতে ধরা পড়েছে কথিত ‘জিনের বাদশা’

বিবিসি, এএফপি বলছে হিরো আলম গ্রেপ্তার পুলিশ বলছে এই বিষয়ে আমরা কিছু জানিনা

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ভারতীয় নায়িকার সিনেমা

হরিপুর তেলক্ষেত্রে আরো ৩০ মিলিয়ন ব্যারেল তেল আছে

তিন পাবর্ত্য জেলায় সাবেক অস্থায়ী সেনা ক্যাম্পে পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত