শনিবার , ১৩ আগস্ট ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

ঘোষণার আগেই ২০ টাকা বাড়তি তেলের দাম

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১৩, ২০২২ ২:০৭ অপরাহ্ণ

দাম বাড়ানোর প্রস্তাবেই অস্থির রাজধানীর ভোজ্যতেলের বাজার। ঘোষণার আগেই খোলা সয়াবিন ও পাম অয়েল ২০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে। ফলে বাজারে বোতলজাত সয়াবিনের সরবরাহ সংকট দেখা দিয়েছে।

জানা গেছে, কয়েক দিন আগে ভোজ্যতেলের দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন আমদানিকারকরা। তাতেই অস্থির ভোজ্যতেলের বাজার।

কারওয়ান বাজারের খুচরা বিক্রেতারা বলছেন, গত দু-এক দিনে লিটারে ২০ টাকা বেড়ে পাম আর খোলা সয়াবিনের দাম আবার ঠেকেছে ১৪৫ আর ১৭০ টাকায়। বোতলজাত তেলে কমেছে দামের পার্থক্য।

তবে ডিলারদের দাবি, মিল থেকে সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে খুচরা পর্যায়ে বেড়েছে চাহিদা।

যুক্তি যেমনই হোক, অস্থির ভোজ্যতেলের বাজারে দাম বৃদ্ধির মাশুল ঠিকই গুনতে হচ্ছে নিরুপায় ভোক্তাদের।

এদিকে মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেটের কয়েকজন পাইকার ব্যবসায়ী জানান, কয়েক দিন ধরে বোতলজাত তেলের সরবরাহ পাচ্ছেন না তারা। আর কমে গেছে খোলা সয়াবিন ও পাম তেলের সরবরাহ। ফলে বেড়ে গেছে দাম।

এর আগে গত এপ্রিলে ভোজ্যতেলের খুচরা বাজারে দেখা দিয়েছিল এমন অস্থিরতা। সে সময়ও দাম বৃদ্ধির প্রস্তাব দেন আমদানিকারকরা। সিদ্ধান্ত দিতে দেরি করে বাণিজ্য মন্ত্রণালয়। অবশেষে মে মাসের শুরুতে এক লাফে লিটারে ৪৪ টাকা পর্যন্ত দাম বাড়াতে বাধ্য হয়েছিল সরকার।

সর্বশেষ - অন্যান্য