শনিবার , ২০ আগস্ট ২০২২ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

শ্রীপুর বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২০, ২০২২ ৬:২২ অপরাহ্ণ

গাজীপুরের শ্রীপুরে বাসের ধাক্কায় ছিটকেপড়া মোটরসাইকেলের চালক অপর একটি বাসের চাপায় নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন মোটরসাইকেল চালক। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার রঙিলা বাজার এলাকার সিএনজি স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার মাওনা হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত চালকের নাম শামসুল আলম (৪০)। তিনি শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া (নতুন বাজার) জামে মসজিদ এলাকার ইদ্রিস আলীর ছেলে।

ওসি আমিনুল ইসলাম প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, শুক্রবার রাতে মোটরসাইকেলযোগে শামসুল আলমসহ দুই ব্যাক্তি ময়মনসিংহের ভালুকার দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার রঙিলা বাজার এলাকার সিএনজি স্টেশনের সামনে পৌঁছলে ঢাকাগামী আলম এশিয়া পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলসহ ওই দুই আরোহী সড়কে ছিটকে পড়েন। এ সময় ওই বাসের পেছনে থাকা অপর একটি বাস মোটরসাইকেল চালক শামসুল আলমকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল জব্দ করা করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - অন্যান্য