খুলনার দৌলতপুর থেকে ভারতে পাচারকালে শিশু কন্যাসহ হোসনে আরা (৩৪) নামে এক নারীকে উদ্ধার করা হয়েছে। রবিবার খুলনার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ তথ্য জানিয়েছে।
জানা যায়, ভালো কাজের প্রলোভন দেখিয়ে গত ২০ জুলাই শিশু কন্যাসহ হোসনে আরা’কে ভারতে পাচারের চেষ্টা চালায় পাচারকারী চক্র। যশোরের বেনাপোল দিয়ে পাচার করতে না পেরে তাদেরকে চুয়াডাঙ্গায় নিয়ে যাওয়া হয়।
এদিকে হোসনে আরা’র মা বাদী হয়ে তার মেয়ে ও নাতনিকে পাচারের অভিযোগে আদালতে মামলা করেন। এ মামলা তদন্তে পিবিআইকে দায়িত্ব দেয়া হয়। পিবিআই, খুলনার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান জানান, মামলাটি তদন্তে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরই মধ্যে হোসনে আরা’সহ তার শিশু কন্যাকে পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য উদঘাটন করা হচ্ছে।