বগুড়ার শেরপুরে একটি আঞ্চলিক সড়কে ট্রাকেরচাপায় অনাথ আলী মন্ডল (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যায় শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের উপজেলার খানপুর ইউনিয়নের শালফা বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। অনাথ আলী উপজেলার একই ইউনিয়নের শালফা উত্তরপাড়া গ্রামের মৃত আফাজ মন্ডলের ছেলে।
এদিকে, ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী ধাওয়া দিয়ে ঘাতক ট্রাক ও ট্রাকের চালক-হেলপারকে আটক করেন।
পরে তাদের পুলিশের সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- টাঙ্গাইল জেলার গোপালপুরের আবু হাসানের ছেলে ট্রাকচালক আরমান (১৯) ও ভূঞাপুরের বাসেদ মন্ডলের ছেলে চালকের সহকারী শামীম মন্ডল (২২)।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, অনাথ আলী শেরপুর-ধনুটের আঞ্চলিক সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। এসময় শেরপুর হতে ধনুট দিকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে অনাথ আলী গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিথুন সরকার এ প্রসঙ্গে জানান, এই ঘটনায় ট্রাকচালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।