বুধবার , ২৪ আগস্ট ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৪, ২০২২ ৭:৫৯ অপরাহ্ণ

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘দেশে সারের কোনো সংকট নেই। সংকট সৃষ্টিকারীদের ক্ষমা করা হবে না।’

বুধবার (২৪ আগস্ট) দুপুরে যশোর ইটিআই অডিটোরিয়ামে কৃষিবিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


এ সময় সারের সংকট সৃষ্টিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন মন্ত্রী।

কৃষিমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াতের আমলে সারের মূল্য ৯০ টাকায় নিয়ে ঠেকিয়েছিল। শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসেই সারের মূল্য কমিয়ে ক্রয়ক্ষমতার মধ্যে এনেছে। গত ১৩ বছরে সারের মূল্য বাড়ানো হয়নি।’

তিনি আরও বলেন, ‘গুলশান-বনানীর ব্যবসায়ীরা কৃষিপণ্যের মূল্যবৃদ্ধি ঘটিয়ে নব্য শোষকশ্রেণিতে পরিণত হয়েছে। আমরা সাড়ে ১৬ কোটি মানুষকে দেশের উৎপাদন দিয়েই খাওয়াচ্ছি। কৃষকের পরিশ্রমের কারণে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।’

আব্দুর রাজ্জাক বলেন, ‘দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় অনেক ভালো আছে। একটি চক্র অপপ্রচার চালাচ্ছে। প্রতিদিন সকালে তারা ঘুম থেকে উঠে পত্রিকার পাতা দেখে সরকারের বিরুদ্ধে কথা বলে। তারা চায় বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাক। সারা পৃথিবীতে মূল্যস্ফীতি ঘটেছে। এর মাঝেও বাংলাদেশ ভালো আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মূল্যস্ফীতি থেকে দেশকে রক্ষায় সরকার কাজ করছে। দ্রব্যমূল্যের সাময়িক ঊর্ধ্বগতি কষ্ট দিলেও এটা স্থায়ী নয়।’

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে এই কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম। এতে যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ কৃষি বিভাগের ঊর্ধ্বতন ও মাঠপর্যায়ের কর্মকর্তা, কৃষক এবং বীজ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অন্যান্য