নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় আহত হয়েছেন প্রায় ১৫ জন।
শনিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে সোনাইমুড়ী বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আজ শনিবার জ্বালানি তেল ও গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোলায় ছাত্র দলের দুই নেতাকে হত্যার প্রতিবাদে সোনাইমুড়ী মডেল উচ্চবিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি। পরে বিকেল ৪টার দিকে ওই সমাবেশে আসার পথে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছেন। তবে একপর্যায়ে তা সোনাইমুড়ি বাজার ও আশপাশ এলাকায় ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশীদ বলেন, আজ শনিবার বিকেলে উভয়পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।