মিছিল নিয়ে আসার সময় কুমিল্লার তিতাস উপজেলার বন্দরামপুর এলাকায় বিএনপি নেতা-কর্মীদের আওয়ামী লীগের নেতা–কর্মীরা ধাওইয়া । আজ মঙ্গলবার সকাল নয়টায়।
কুমিল্লার তিতাসে আওয়ামী লীগ নেতা–কর্মীদের হামলায় বিএনপির ১৫ নেতা–কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে বিক্ষোভ কর্মসূচিতে মিছিল নিয়ে যাওয়ার পথে গৌরিপুর-হোমনা সড়কের বন্দরামপুর এলাকায় তাঁদের ওপর হামলা হয়। এ ঘটনায় বিএনপির বিক্ষোভ কর্মসূচি পণ্ড হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পরিবহন ভাড়া বৃদ্ধি ও ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে তিতাস উপজেলা বিএনপির উদ্যোগে আজ সকালে গাজীপুর হারুন উর রশিদ গার্লস কলেজসংলগ্ন মাঠে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ সমাবেশে সকাল থেকেই বিএনপির নেতা–কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যাচ্ছিলেন।
সকাল সাড়ে আটটায় তিতাস উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা বন্দরামপুর এলাকায় জড়ো হয়ে পাল্টা শ্লোগান দেন। এ সময় বিএনপির একটি মিছিল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের নেতা–কর্মীরা তাঁদের ধাওয়া করেন।
একপর্যায়ে বিএনপির মিছিল থেকেও পাল্টা ধাওয়া করা হয়। এ সময় আওয়ামী লীগের নেতা–কর্মীরা সংঘবদ্ধ হয়ে বিএনপি নেতা–কর্মীদের ধাওয়া দিয়ে সড়কের পাশের ফসলি জমিতে নিয়ে যান। তখন ইটপাটকেল ও লাঠির আঘাতে অন্তত ১৫ জন আহত হন।
হামলায় মো. সুমন, আক্তার ব্যাপারী, মাহবুবুর রহমান সরকার, মোস্তাক মিয়া, ইসমাইল হোসেনসহ প্রায় ১৫ নেতা–কর্মী আহত হন। এঁদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য মো. সুমনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিতাস উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন মোল্লা বলেন, আওয়ামী লীগের নেতা–কর্মীরা কোনো ধরনের উসকানি ছাড়াই বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে হামলা চালান ও কর্মসূচি পণ্ড করে দেন। এটা তো কোনো গণতান্ত্রিক আচরণ নয়। এভাবে তো রাজনীতি হয় না।
তিতাস উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান বলেন, ‘আমাদের কাছে খবর ছিল, বিএনপির নেতা–কর্মীরা জ্বালাও–পোড়াও কর্মসূচি করবে। তাই ওদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দিই।’
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাস বলেন, আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।