বুধবার , ৩১ আগস্ট ২০২২ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

শার্শায় ৯ পিস স্বর্ণের বারসহ আটক ১

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ৩১, ২০২২ ৮:০৪ অপরাহ্ণ

যশোরের শার্শায় রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে ২ কেজি ৩৩৩ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বারসহ শুকুর আলী নামে এক পাচারকারীকে আটক করেছে খুলনা ২১ বিজিবি। এসময় তার মোটরসাইকেলটিও জব্দ করা হয়। আটক ব্যক্তি শার্শার রুদ্রপুর গ্রামের মিয়ারাজ আলীর ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভির রহমান জানান, বুধবার গোপন সূত্রে খবর পেয়ে রুদ্রপুর সীমান্তে অভিযান চালায় বিজিবির সদস্যরা। কৃষকের ছদ্মবেশে দীর্ঘদিন ধরে স্বর্ণ পাচার করে আসছিলেন তিনি। সীমান্ত পথে ভারতে পাচারকালে তাকে স্বর্ণসহ আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৭০ লাখ টাকা। এসময় জব্দ করা হয় পাচারকাজে ব্যবহৃত মোটরসাইকেল। স্বর্ণসহ পাচারকারীকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

অধিনায়ক খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) দিক-নির্দেশনায় স্বর্ণের পাচার রোধকল্পে খুলনা ব্যাটালিয়নের সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ধরনের কার্যক্রম আরো বৃদ্ধি করা হবে। স্বর্ণের চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানায় বিজিবি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত