শুক্রবার , ২ সেপ্টেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

সরকার দ্রুতই সংকট কাটিয়ে উঠবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ২, ২০২২ ৮:৪৬ অপরাহ্ণ

বিশ্বজুড়ে যে সংকট দেখা দিয়েছে, বাংলাদেশ সরকার এই সংকট দ্রুতই কাটিয়ে উঠবে বলে মনে করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ খুলনা বিভাগীয় সাংবাদিক সমিতির সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘সাংবাদিকরা কখনও নীরব থাকতে পারেন না, এটা একটি চ্যালেঞ্জিং পেশা। সাংবাদিকতা করতে গেলে প্রকাশ্যে বলতে হয়।

কালের পরিক্রমার এ পেশা আজকে ভালো জায়গায় এসেছে। সাংবাদিকতার ওপর ভিত্তি করে গণতন্ত্র এগিয়ে যায়, আবার মুখ পুড়ে পড়ে। তাই সাংবাদিকতা করার ক্ষেত্রে আমাদেরকে পেশাদারিত্ব বজায় রাখতে হবে। ‘

তিনি বলেন, ‘এক সময় সাংবাদিকদের ওপরে অনেক নির্যাতন ও জুলুম হয়েছে। কিন্তু এখন সেটি নেই। বর্তমান সরকার এ বিষয়ে খুবই সচেতন। একই সঙ্গে এখন যেহেতু কোনো প্রতিশোধের রাজনীতি নেই। গ্রেনেড হামলা, জঙ্গিবাদ নেই সুতরাং সাংবাদিকদের জীবন যে ঝুঁকির মধ্যে ছিল সেটি কিন্তু এখন আর নেই। ‘

তিনি আরো বলেন, ‘আমরা যে যেই আদর্শের থাকি না কেন, আমাদের বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের চেতনার আদর্শকে বুকে নিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজম্মকে যদি সুন্দর এবং সমৃদ্ধশালী সোনার বাংলা উপহার দিতে চাই তাহলে তাদের জন্য হলেও আমাদের দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। ‘

সাংবাদিক রাহুল রাহার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালনা বোর্ডের সদস্য বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি মধুসূদন সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি তপন বিশ্বাস, খুলনা বিভাগীয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালিন নোমানী।

সর্বশেষ - অন্যান্য