শুক্রবার , ২৬ মে ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

ইউক্রেন যুদ্ধ চলতে পারে কয়েক দশক: মেদভেদেভ

প্রতিবেদক
Newsdesk
মে ২৬, ২০২৩ ১১:৫৪ অপরাহ্ণ

রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধ সহসাই শেষ হওয়ার আশা দেখছেন না রাশিয়ার সাবেক রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ। তিনি মনে করছেন,এই যুদ্ধ চলতে পারে কয়েক দশক ধরে।

ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মেদভেদেভ যুদ্ধের শুরু থেকেই আক্রমণাত্মক কথা বলে আসছেন। ভিয়েতনাম সফরে গিয়ে এক বছরের বেশি সময় ধরে চলমান যুদ্ধ নিয়েও খোলামেলা মন্তব্য করেছেন।

শুক্রবার সাউথ চায়না মর্নিং পোস্টের এক খবরে বলা হয়েছে, ‘মেদভেদেভ বলেছেন, এই সংঘাত খুব দীর্ঘ সময় ধরে চলবে, সম্ভবত কয়েক দশক।’

মাঝে মধ্যে যুদ্ধবিরতি চললেও তা থামার সম্ভাবনা দেখছেন না মেদভেদেভ। ইউক্রেনকে নাৎসি রাষ্ট্র হিসেবে মস্কোর দাবির পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘যতদিন এই জাতীয় শক্তি থাকবে, তিন বছরের যুদ্ধবিরতি, দুই বছরের সংঘাত ও সবকিছুর পুনরাবৃত্তি হবে।’

চলমান যুদ্ধে পারমানবিক অন্ত্রের ব্যবহার নিয়ে এর আগে বেশ কয়েকবার কথা বলেছেন মেদভেদেভ। আবারও পারমাণবিক সংঘাতের সম্ভাবনা উত্থাপন করে তিনি বলেন, পশ্চিমারা ইউক্রেনকে যদি পরমাণু অস্ত্র দেয় তাহলে রাশিয়াকে আগের সিদ্ধান্তে ফিরে যেতে হবে।’

জানুয়ারি মাসে মেদভেদেভ বলেছিলেন যে, রাশিয়া পরাজিত হলে পারমাণবিক যুদ্ধ শুরু করবে তারা। এদিন তিনি বলেন, ‘যুদ্ধের অপরিবর্তনীয় আইন রয়েছে। আর যদি এটা পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে আসে, তাহলে পূর্ব-প্রস্তুতিমূলক ব্যবস্থা হিসেবে আক্রমণ করতে হবে।’

বৃহস্পতিবার বেলারুশিয়ান নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোর পর মেদভেদেভেরও বিবৃতি এসেছে যে,  ইউরোপীয় ইউনিয়নের সীমান্তবর্তী অঞ্চলে পারমাণবিক অস্ত্র সরানো শুরু করেছে রাশিয়া।

গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণহানিসহ বহ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত