রবিবার , ২৮ মে ২০২৩ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ ভেসে যাবে: গণতন্ত্র মঞ্চ

প্রতিবেদক
Newsdesk
মে ২৮, ২০২৩ ১০:৫১ অপরাহ্ণ

সরকারের পদত্যাগ, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে ঢাকায় পদযাত্রা করছে ছয় দলীয় জোট গণতন্ত্র মঞ্চ। সংগঠনটির নেতারা বলেছেন, সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ গাজীপুরের নির্বাচনের মতো ভেসে যাবে।

রোববার রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় গণতন্ত্র মঞ্চের ঢাকা উত্তরের পদযাত্রা কর্মসূচি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে জোটের নেতারা এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

সমাবেশ শেষে বেলা সাড়ে ১১টার দিকে মালিবাগ রেলগেট থেকে পদযাত্রা শুরু হয়ে বেলা একটায় মেরুল বাড্ডায় গিয়ে শেষ হয়।

পদযাত্রার শুরুতে মালিবাগ রেলগেটে সংক্ষিপ্ত পথসভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য কমানো, গুম-খুন ও বিচারবর্হিভূত হত্যাকাণ্ড বন্ধ এবং গ্যাস-বিদ্যুৎ-জ্বালানির দাম নির্ধারণে স্বেচ্ছাচারিতা বন্ধে সরকারকে বাধ্য করতে হবে।

তিনি বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন হলে যুক্তরাষ্ট্র গায়ে পড়ে নতুন ভিসা নীতি ঘোষণা করতো না। এই সরকার ২০১৪ ও ২০১৮ সালে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। ক্ষমতায় থাকতে এই সরকার দেশের জনগণের মর্যাদা ভূলুণ্ঠিত করেছে।

এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে, দুর্বার আন্দোলন চলমান থাকবে।

তিনি বলেন, সরকার বিদ্যুতের উৎসব করেছে। কিন্তু কয়লা না থাকায় বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে। ডলার না থাকায় কয়লার দাম পরিশোধ করা যাচ্ছে না। বাজারে দ্রব্যমূল্যের কোনো নিয়ন্ত্রণ নেই। এই সরকারকে বিদায় নিতেই হবে। লোভ দেখিয়ে, ভাঙন ধরিয়ে আন্দোলন থামানো যাবে না।

এসময় রাজনৈতিক কারণে কারাবন্দি ও সাজা পাওয়া নেতা-কর্মীদের সাজা বাতিল এবং হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সহসভাপতি তানিয়া রব,  প্রমুখ।

সমাবেশ থেকে ঢাকা-দিনাজপুর লংমার্চের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। চার জুন সকালে জাতীয় প্রেসক্লাবে সামনে থেকে লংমার্চ শুরু হবে। ১২টি জেলা পার হয়ে সাত জুন বিকেলে দিনাজপুরে লংমার্চ কর্মসূচি শেষ হবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রে আবারও বাংলাদেশিকে গুলি করে হত্যা

কমান্ড ভঙ্গকারী অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সাহস পেতেন না জিয়া

ক্লাসের সময় পরিবর্তন হবে কি না, জানালেন শিক্ষামন্ত্রী

খাগড়াছড়িতে এক মা তার শিশুছেলেকে বিক্রির জন্য হাটে তোলার পর জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে বাড়ি ফিরে গেছেন।

বেশি দামে ডিম বিক্রি করায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাউথ আফ্রিকায় বিক্ষোভ

চার জেলায় কারফিউ শিথিলের সময় আরো বাড়লো

শপথ নিয়ে জনগনের কল্যাণ হয় এমন কাজ করবেন : প্রধানমন্ত্রী

যে কোনো সময় গ্রেফতার হতে পারেন এস আলম,আল জাজিরায় তৈরী হচ্ছে তথ্যচিত্র।

সিংহের খাঁচায় লাফ মেরে ঢুকে প্রাণ হারালেন যুবক