‘মানবতার আহবানে মানবিক প্রয়োজনে’ শ্লোগানে গাজীপুরের কালীগঞ্জে কলেজ শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
শনিবার (২০ আগস্ট) সকালে অভিপ্রায় সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ প্রাঙ্গণে বিনামূল্যে ২৩২ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এতে উস্থিত ছিলেন আওয়ামী লীগের মহিলা বিষয়কসম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। এ সময় অভিপ্রায় সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুসরাত কবির, কো-অর্ডিনেটর জাহিদ শেখ, রাসিদুল ইসলাম, সুমাইয়া আক্তার উমা, মুন্নি আক্তার, সদস্য আল-আমিন নোমান ইসলাম, সানজিদা নাহার, শাহ পরান, সাবিকুন্নাহার ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুসরাত কবির জানান, তারা বিনামূল্যে স্কুল-কলেজ শিক্ষার্থীদের পাশাপাশি সাধারন মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে থাকেন। এছাড়া কারো রক্ত প্রয়োজন হলে ও মুমূর্ষু রোগীদের বিনামূল্যে রক্ত দান করেন। রক্তদান করার মতো তাদের অনেক শুভাকাঙ্খী রয়েছে বলেও জানান তিনি।