সরকার জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমানোর পর গণপরিবহনের ভাড়াও কিছুটা কমানোর ইঙ্গিত মিলেছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, এনিয়ে বুধবার বসবেন তারা।
তবে ভাড়া কতটা কমতে পারে, সে বিষয়ে কোনো ধারণা এখনই দিতে পারছেন না তিনি।
গত ৬ অগাস্ট সরকারের এক সিদ্ধান্তে ডিজেলের দাম ৮০ টাকা থেকে ৩৪ টাকা (৪২.৫ শতাংশ) বাড়িয়ে লিটার ১১৪ টাকা করার পর বাসের ভাড়াও বাড়ানো হয়।
সে দফায় বাস ভাড়া প্রতি কিলোমিটারে দূর পাল্লায় ৪০ পয়সা এবং নগরে ৩৫ পয়সা করে বাড়ানো হয়। দূর পাল্লায় বাসের ভাড়া এখন ২ টাকা ২০ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস ভাড়ার হার এখন কিলোমিটারে ২ টাকা ৫০ পয়সা; যা আগে ছিল ২ টাকা ১৫ পয়সা।
সোমবার ডিজেলের দাম আবার লিটারে ৫ টাকা কমিয়েছে সরকার।
যেহেতু ডিজেলের দাম বাড়ানোর পর ভাড়া বাড়ানো হয়েছিল, দাম কমায় এখন ভাড়া কমানোর একটি প্রস্তাব এসেছে বলে জানান সড়ক সচিব নুরী।
তিনি বলেন, “আগামীকাল একটা মিটিং হবে, সেখানে আমরা এই ঘোষণা দেব। কত কমবে সেটা এখনই বলছি না, তবে ভাড়া কমবে।”
ডিজেলের দাম কমানোর পর বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, এক্ষেত্রে বিআরটিএ ভাড়া সংক্রান্ত যে সিদ্ধান্ত নেবে, সেটাই তারা মেনে নেবেন।