সোমবার , ১৭ জুলাই ২০২৩ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

দুই সপ্তাহেই এসেছে ১০০ কোটি ডলার রেমিট্যান্স

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১৭, ২০২৩ ১০:২৫ অপরাহ্ণ

চলতি অর্থবছরের (২০২৩-২৪) প্রথম মাস জুলাইয়ের দুই সপ্তাহেই দেশে রেমিট্যান্স এসেছে ৯৯ কোটি ৫৫ লাখ ৬০ হাজার ডলারের। এ সময় দৈনিক গড়ে দেশে এসেছে ৭ কোটি ১১ লাখ ডলার।

প্রবাসী আয়ের এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্স দুই বিলিয়ন বা ২০০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে মনে করছেন সংশ্লিষ্টরা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি মাসের ১৪ দিনে যে পরিমাণ রেমিট্যান্স দেশে এসেছে, এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২ কোটি ৭২ লাখ ৪০ হাজার ডলার। বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৯৪ লাখ ৭০ হাজার ডলার।

সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে  বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে, ৮২ কোটি ৫১ লাখ ৬০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ ৯০ হাজার ডলার।

সদ্য বিদায়ী অর্থবছরে (২০২২-২৩) দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ডলার। যা আগের অর্থবছরের চেয়ে ৫৭ কোটি ৯০ লাখ মার্কিন ডলার বেশি।

এর মধ্যে জুন মাসে আসে ২১৯ কোটি ৯০ লাখ ডলার; যা একক মাস হিসাবে তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি।

এর আগে ২০২০ সালের জুলাইয়ে ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত