বগুড়ার আদমদীঘির সান্তাহারে রেললাইন কেটে এক ফুট লম্বা একটি টুকরা ভ্যানযোগে নিয়ে পালানোর সময় দুজনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনীর টহল সদস্যরা।
গতকাল সোমবার বিকেল ৪টায় সান্তাহার জংশন সংলগ্ন ফিশিং ক্লাবের সামনে থেকে ৩৫ কেজি ওজনের রেললাইনের টুকরাসহ তাদের গ্রেপ্তার করা হয়। ওই দিন সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে থানায় একটি চুরি সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও মামলা সূত্রে জানা যায়, গ্রেপ্তার আসামিরা সান্তাহারসহ বিভিন্ন এলাকা থেকে রেললাইনের অংশ কেটে চুরি করে নিয়ে যায়।
পরে তারা এসব বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে। সোমবার বিকেলে চুরি করা রেললাইনের এক টুকরো অংশ ইয়ার্ড কলোনি এলাকা থেকে ভ্যানযোগে স্টেশনের ফিশিং ক্লাবের সামনে দিয়ে নিয়ে যাওয়ার পথে নিরাপত্তা বাহিনীর টহলরত সদস্যরা তাদের গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছে থাকা রেললাইনের টুকরোটি উদ্ধার করা হয়। এরপর ওই দিন সন্ধ্যায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম জানান, আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাদের জেলহাজতে পাঠানো হবে।