শুক্রবার , ১৯ আগস্ট ২০২২ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

লঞ্চে সন্তান জন্ম, নবজাতক ও বাবা-মায়ের আজীবন যাতায়াত ফ্রি

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১৯, ২০২২ ৮:৫১ অপরাহ্ণ

ঢাকা থেকে বরিশাল আসার পথে মাঝ নদীতে এমভি প্রিন্স আওলাদ-১০ লঞ্চে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। নবজাতকের নাম রেখেছেন ইব্রাহিম। নবজাতক ও তার বাবা-মায়ের আজীবনের জন্য যাতায়াত ফ্রি ঘোষণা করেছে লঞ্চ কর্তৃপক্ষ। 

লঞ্চের সুপারভাইজার জিল্লুর রহমান জানান, লঞ্চের প্রথম তলার ডেকের যাত্রী ছিল এক অন্তঃসত্ত্বা নারী। লঞ্চটি ঘাট ত্যাগ করার পর রাত সাড়ে ৯টার তার প্রসব বেদনা শুরু হয়। তখন তাকে লঞ্চে কেবিনে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সিঁড়ি দিয়ে ওঠার মতো অবস্থায় ছিলেন না।  তখন ডেকের  পুরুষ যাত্রীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়। পরে লঞ্চের এক যাত্রী ও বরিশাল মেডিকেল কলেজের একজন নার্সের সহায়তায় পুত্র সন্তানের জন্ম দেন তিনি।

নবজাতকের নানি মিনু বেগম জানান, ডেলিভারির আরও ১৮ দিন বাকি ছিল। বরিশালের গড়িয়ার পাড় এলাকার নেওয়ার জন্য বৃহস্পতিবার রাতে রওনা দেই। এভাবে সন্তান জন্ম হওয়ায় আমরা আনন্দিত। মা ও নবজাতক সুস্থ আছে। লঞ্চ কর্তৃপক্ষ নবজাতককে ১০ হাজার টাকা পুরস্কার দিয়েছে।

সর্বশেষ - অন্যান্য