মঙ্গলবার , ১৬ মার্চ ২০২১ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী উৎসবে যোগ দিতে কাল আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১৬, ২০২১ ৯:০৬ অপরাহ্ণ

ঢাকা: মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহীম মোহম্মদ সোলিহ ১৭ মার্চ প্রথম বিশ্ব-নেতা হিসেবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত-বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে আগামীকাল বুধবার (১৬ মার্চ, ২০২১) সকালে ঢাকায় এসে পৌঁছাবেন।


প্রেসিডেন্ট সোলিহ তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন। তার পরে পর্যাক্রমে  নেপাল, শ্রীলংকা, ভূটান ও ভারতের রাষ্ট্র ও সরকার প্রধানগণ পৃথক সময়সূচিতে ঢাকা আসবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসস-কে জানান, ‘রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাবেন।
রাষ্ট্রপতি’র প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, সোলিহ বিকেলে তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানেও যোগ দেবেন। বাংলাদেশের রাষ্ট্রপতি বিকাল সাড়ে ৪টায় এই অনুষ্ঠানে যোগ দেবেন।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা কাল জাতীয় প্যারেড গ্রাউন্ডে শুরু হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী সাংবাদিকদের বলেন, দেশ এবং বিদেশের মেহমানরা এই উৎসবে যোগ দেবেন, স্বাস্থ্য নির্দেশনা মেনে ১৭ মার্চ থেকে ২৬ মার্চ এই অনুষ্ঠান উদযাপিত হবে।

নির্ধারিত সফরসূচি অনুযায়ী বাংলাদেশ সফরের অংশ হিসেবে মালদ্বীপের প্রেসিডেন্ট বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে বাংলাদেশ রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাত করবেন।

প্রেসসচিব আরো বলেন, এ সময় দুই রাষ্ট্র-প্রধানের উপস্থিতিতে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউএস) স্বাক্ষরের কথা রয়েছে।
পরে, মালদ্বীপের প্রেসিডেন্ট বঙ্গভবনের দরবার হল গ্রাউন্ডে বাংলাদেশের রাষ্ট্রপতি আয়োজিত এক নৈশভোজ ও মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন।
এদিকে, শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দ্র রাজাপাকসে দুই দিনের সফরে ১৯ মার্চ বাংলাদেশ পৌঁছুবেন। নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী দুই দিনের সফরে ২২ মার্চ ঢাকা পৌঁছবেন। সফরসূচি অনুযায়ী ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ২৪ ও ২৫ মার্চ ঢাকা সফর করবেন।
পাশাপাশি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৬ মার্চ ঢাকা পৌঁছবেন এবং ২৭ মার্চ দেশে ফিরে যাবেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার একটি জটিল প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

মিউচুয়াল ফান্ডে হাসান ইমামের ৭০০ কোটি টাকার কারসাজি,নাফিজ ও হাসানকে দুদকের তলব

নতুন সময়সূচিতে চলছে অফিস, যা বলছেন কর্মকর্তারা

যুক্তরাষ্ট্রে ফেসবুক লাইভে ৪ জনকে হত্যা

পছন্দ হয়নি কসমেটিকস, অভিমানে নববধূর আত্মহত্যা

সেফটি বেল্ট ছিঁড়ে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রাথমিক তদন্ত প্রাইভেট কারে গার্ডারচাপায় মৃত্যুর দায় ঠিকাদারি প্রতিষ্ঠানের

ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধু প্রতিক্রিতিতে রাঙামাটি জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের পুষ্পার্ঘ্য অর্পণ

ডিমের হালি ঢাকায় ৫৫ টাকা, কলকাতায় ২৫, রাওয়ালপিন্ডিতে ৩১

টিকা নিয়ে স্বাস্থ্যবিধি না মানায়, করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়ছে- স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক